এই সমস্যা টা অনেকেই পড়েন, হয়তো আপনার কাছে আছে একটি পিডিএফ ফাইল যেটার পেপার সাইজ Legal সাইজ, কিন্তু আপনার প্রিন্টার এ পেজের সাইজ A4 । সে ক্ষেত্রে অনেক সময় প্রিন্টিং এ লেখার কিছু অংশ কাটা পরে যায় । তো দেখে নিন
Legal Size Document কে A4 Size পেপারে প্রিন্ট করার নিয়মঃ
আমরা একটি Legal Size Page নিয়ে প্রয়োজনীয় তথ্যসমূহ এন্ট্রি অথবা একটি আবেদন টাইপ করার পর A4 Size Paper এ প্রিন্ট বের করব সেটি কিভাবে? মনে করুন এন্টি একটি Legal Size Page (চিত্র ক)
চিত্র- ক
এরপর আমরা Keyboard এর সাহায্যে Ctrl + P বাটন প্রেস করি। Printer Option টি চলে আসবে। এখানে যদি একাধিক Page থাকে তাহলে আমরা Page Number দিতে পারি অথবা যে Page টি আমরা Print বের করব Mouse এর Cursor টি নির্দিষ্ট Page এ রাখি। আমার ব্যবহৃত প্রিন্টারের মডেলটি হচ্ছে Canon LBP 6030/6040/6018. এই প্রিন্টারের নিচের অংশে Scale to Paper size অংশে ক্লিক করে A4 সিলেক্ট করি। এরপর OK বাটন প্রেস করি (চিত্র খ)
চিত্র-খ
তাহলে Legal Size Paper টি A4 Size কাগজে প্রিন্ট হয়ে যাবে।
এখানে উল্লেখ্য যে, বাজারে অন্যান্য মডেলের যেসব প্রিন্টার পাওয়া যায় সেগুলোতেও এ Option থাকতে পারে।