Local disk এর স্পেস বাড়াতে চাই।

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারLocal disk এর স্পেস বাড়াতে চাই।
Abdullah al mamun asked 6 years ago

আমার ল্যাপটপে লোকাল হার্ডডিস্ক মাত্র ৩২জিবি(তবে ৫০০জিবি ইন্টারনাল হার্ডডিস্ক আছে)।১৫জিবি ফ্রি স্পেস ছিল।কিন্তু যখন উইন্ডোজ আপডেট করলাম,তখন ফ্রি স্পেস ৫জিবিতে নেমে এল।
আমার জানার বিষয় হলঃ-
উইন্ডোজ আপডেট করার পর যে ফাইলগুলো জমা হল তা কি ডিলেট করতে পারব? ডিলেট করলে কি কোন ক্ষতি হবে?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

Windows Update করার পর C Drive এ যে Old Windows নামে ফোল্ডার হয়েছে, সেটি ডিলেট করতে পারেন । সমস্যা নেই, তবে অন্য কোন ফাইল সি ডাইভ থেকে ডিলিট করার আগে সতর্ক হওন । উইন্ডোজ ক্র্যাস করতে পারে যদি অন্য কোন ফাইল ডিলিট করেন । পাশাপাশি নিচের ভিডিও টি দেখতে পারেন, আশা করি সাপোর্ট পাবেন । ধন্যবাদ


 

Your Answer

1 + 14 =

error: Content is protected !!