Microsoft word

Najma Akter asked 5 years ago

কম্পিউটারে বিজয়৫২ ইন্সটল হচ্ছে না। আবার ইন্সটল হলেও সেটি ওপেন হচ্ছে না ও কাজও করা যাচ্ছে না। এটার সমাধান কি??


1 Answers
Shariar answered 5 years ago

শুধু কি বিজয় ৫২ ই ইন্সটল হচ্ছেনা? নাকি অন্য সফটওয়ার ও ? যদি শুধু বিজয় এ ই এই সমস্যা হয়, তাহলে বুঝতে হবে আপনার বিজয় সেটআপ ফাইল এ সমস্যা আছে । আর যদি অন্য সব সফটওয়ার এ ও একই রকম করে, তাহলে হতে পারে আপনার অপারেটিং সিসটেম এ সমস্যা আছে ।
আগে জানান দেখুন শুধু বিজয় এই এই সমস্যা নাকি অন্য সফটওয়ার এ ও ।


Your Answer

15 + 8 =

error: Content is protected !!