Ms Excel এ কোন সেলের লেখাকে ৪৫০ ডিগ্রী এ্যাঙ্গেল এবং (-) ৪৫০ ডিগ্রী এ্যাঙ্গেল করা যায়ঃ
Mouse দ্বারা Excel এ সেলের লেখাকে ৪৫ ডিগ্রী এ্যাঙ্গেল করা যায়
Mouse দ্বারা Ms Excel এর উক্ত সেলের লেখাকে Select করার পর Home ট্যাবের Font গ্রুপের যে Orientation Tools টি আছে সেটি Select করি। এখান থেকে Angel Counter Clockwise এ ক্লিক করলে ঐ সেলের লেখাটি ৪৫০ ডিগ্রী এ্যাঙ্গেলে বাঁকা হবে এবং Angel Clockwise এ ক্লিক করলে (-) ৪৫০ ডিগ্রী এ্যাঙ্গেলে বাঁকা হবে (চিত্র ১.১ ও চিত্র ১.২)।
![Excel cell data 45 Degree Angel Excel cell data 45 Degree Angel](https://kivabe.com/wp-content/uploads/2023/10/45-Degree-Angel.jpg)
Excel cell data 45 Degree Angel
চিত্রঃ ১.১
![-45 Degree Angel](https://kivabe.com/wp-content/uploads/2023/10/45-Degree-Angel-1.jpg)
-45 Degree Angel
চিত্রঃ ১.২
Keyboard দ্বারা Excel এ সেলের লেখাকে ৪৫ ডিগ্রী এ্যাঙ্গেল করা যায়
এটি Keyboard এর সাহায্যে Shortcut পদ্ধতিতেও করা যায়। Keyboard থেকে Alt + H, FQ, O Button Press করি। তাহলে ঐ সেলের লেখাটি ৪৫০ ডিগ্রী এ্যাঙ্গেলে বাঁকা হবে এবং Keyboard Alt + H, FQ, L Button Press করলে (-) ৪৫০ ডিগ্রী এ্যাঙ্গেলে বাঁকা হবে।