Ms Excel এ লেখার Font Size মাউস এবং কিবোর্ড দুইটির সাহায্যে বড় অথবা ছোট করা যায়। তবে ওয়ার্ড এ যেমনটা করা যায় Ctrl + [ বা ], তেমনা টা না একটু অন্য ভাবে ।
যেমনঃ
মাউসের সাহায্যে Excel এ লেখার Font সাইজ বড় করা
- আমরা একটি Ms Excel এর Worksheet এ প্রবেশ করি। আমরা Home ট্যাবের Font গ্রুপের যে Font Size Tools আছে সেখানে ক্লিক করে Font Size বড় ছোট করতে পারি। অথবা Font Size টুলের ডানপাশে যে Increase Font Size আর Decrease Font Size আছে সেখানে ক্লিক করেও Font Size বড় ছোট করা যায়।
কি-বোর্ডের সাহায্যে Excel এ লেখার Font সাইজ বড় বা ছোট করা
- কিবোর্ডের সাহায্যে Alt+H, F, S Key Press করি। এখানে প্রয়োজনমত Font Size দিয়ে কিবোর্ডের Enter Press করি। অথবা, কিবোর্ডের সাহায্যে Alt+H, F, G লিখলে Font Size বড় হবে আর Alt+H, FK লিখলে Font Size ছোট হবে।