Microsoft Excel Keyboard এর সাহায্যে কিভাবে Shortcut এ Open করা যায়?

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামMicrosoft Excel Keyboard এর সাহায্যে কিভাবে Shortcut এ Open করা যায়?
Abdullah Al Faroque Staff asked 7 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 7 months ago

Microsoft Excel Keyboard এর সাহায্যে Shortcut এ Open করাঃ

Microsoft Excel Keyboard এর সাহায্যে Shortcut এ Open করার জন্য Windows অথবা Start মেনুর ডানপাশে ‍Search Box এ Excel লিখলে Microsoft Excel চলে আসবে। Microsoft Excel এর উপর Mouse এর Right Button এ ক্লিক করি। এবার Open File Location এ ক্লিক করি। (চিত্র-১.১)।


Search Box

Search Box

চিত্র: ১.১

এখানে Microsoft Excel Program টি C Drive মধ্যে কোথায় অবস্থান করছে তা প্রদর্শিত হবে। এবার Microsoft Excel Program টি Select অবস্থায় Mouse এর Right Button এ ক্লিক করে Properties এ ক্লিক করি (চিত্র- ১.২)।

Ms Excel Properties

Ms Excel Properties

 চিত্র: ১.২

Shortcut এর Dialogue Box টি চলে আসবে। এখানে Ctrl + Alt + x লিখে Apply তে ক্লিক করি (চিত্র ১.৩)।

Ms Excel Shortcut Dialog Box

Ms Excel Shortcut Dialog Box

চিত্র: ১.৩

আবার একটি Dialogue Box আসবে । এখানে Continue Option এ ক্লিক করি (চিত্র ১.৪)।

Access Denied Box

Access Denied Box

চিত্র: ১.৪

এরপর OK তে ক্লিক করলে Microsoft Excel Program টি Keyboard এর সাহায্যে সহজে Open হবে।

Your Answer

4 + 16 =

error: Content is protected !!