PDF File এডিট করবো কিভাবে?
PDF বা Portable Document File গুলো সাধারনত এডিট করা হয়ে থাকে Adobe Photoshop কিংবা Adobe Illustrator দিয়ে । বেশির ভাগ সময় ই Adobe Illustrator দিয়ে । কিংবা Adobe Acrobat Reader Pro দিয়েও করা যায় ।
তবে সব ফাইল ই যে এডিট করা যায় এমন টা নয় । কারন কিছু কিছু pdf file সরাসরি ইমেজ ব্যবহার করে পিডিএফ এ কন্ভার্ট করে নেয়া হয় । সেগুলো Adobe Photoshop কিংবা Adobe Illustrator এ ওপেন করলে আবার ইমেজ ই আসে ।
তবে টেক্সট ভিত্তিক পিডিএফ ফাইল গুলো এডিট করার জন্য এডব ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর প্রোগ্রাম এ ফা্ইল টি খুলে ট্রায় করতে পারেন ।