Windows activator বলতে বোঝায় যে যা দিয়ে Windows active করা য়ায় । সাধারনত উইনডোজ অপারেটিং সিস্টেম ১ মাসের ট্রায়াল ভার্সন থাকে । উইনডোজ ওএস কিনলে থাকে একটি প্রডাক্ট এক্টিভেশন কী দেয়া থাকে । সেটি ব্যবহার করে উইনডোজ একটিভ করা যায় ।
আবার অনেকেই কিছু সফটওয়ার ব্যবহার করে ও উইনডোজ এক্টিভ করে । তবে সেটি আইনত বেআইনি কাজ কারন উইনডোজ ফ্রি না । উইনডোজ ১০ কিনতে বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার বা তার বেশি ই পড়বে । আর সেটি কিনলে একটি এক্টিভেশন কি পেয়েই যাবেন ।