কুর্দি কারা?

প্রশ্ন উত্তরCategory: সাধারণকুর্দি কারা?
Orchi asked 4 years ago

কুর্দি কারা এবং এদের সম্পর্কে আরও জানতে চাই। 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

কুর্দি একটি সম্প্রদায় এবং এরা মধন্যপ্রাচ্যের চতুর্থ জাতিগোষ্ঠী । বর্তমানে এদের একটি আলাদা বৈশিষ্ট্যপূর্ণ সম্প্রদায় রয়েছে । কু্র্দিদের মধ্যে বিভিন্ন ধর্ম ও উপগোষ্ঠীর উপস্থিতি থাকলেও এদের বেশির ভাগই সুন্নি মুসলিম । সংখ্যায় বড় হলেও কু্র্দিদের অধিকাংশ ই বাষ্ট্রহীন বা প্রন্তিক জনগোষ্ঠী হিসেবে বসবাস করে ।


কু্র্দিদের জন্মভূমী ছড়িয়ে আছে তুরস্ক, ইরাক, সিরিয়া ইবান ও আর্মেনিয়া জুড়ে । প্রথম বিশ্বযুদ্ধের পর ও ওসমানি সালতানাতের পতনের পর কুর্দিরা একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের দাবি জানায় প্রথম দিকে তাদের একটি রাস্ট্র দেবার প্রতিশ্রুতি দেন তৎকালিন নেতারা, কিন্তু সময় এর আবর্তে পুরো অঞ্চল টি  বিভিন্য রাস্ট্রে ভাগ হয়ে যায় এবং কুর্দিরা আজও প্রতিশ্রুত রাস্ট্র পায়নি ।  তাদের চাওয়া সেই রাস্ট্র কুর্দিস্থান সম্পর্কে আরো জানুন উইকিপিডিয়াতে https://en.wikipedia.org/wiki/Kurdistan

Your Answer

15 + 7 =

error: Content is protected !!