স্ট্রিমিং কি ?

Faroqe Ahamed Rasel asked 5 years ago

স্ট্রিমিং কি এটা কিভাবে ইউজ করে এটা দিয়ে মোবাইল ফোনে সরাসরি টিভি দেখবো কিভাবে


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

স্ট্রিমিং কি?

স্ট্রিমিং ইচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক এ ( ইন্টারনেট এ ) এক ধরনের তথ্য আদান প্রদান এর মাধ্যম, বিষেয় করে মালটিমিডিয়া যেমন ভিডিও, অডিও কিংবা ইমেজ আদান প্রকান এর এক ধরনের মাধ্যম ।


স্ট্রিমিং কিভাবে ব্যবহার করে ?

স্ট্রিমিং যেহেতু ইন্টারনেট এ তথ্য আদান প্রদান এর মাধ্যম, সেহেতু এখানে সার্ভার ও রিসিভার আছে । সাধারনত সার্ভার গুলো রিমোট কোন একটি কম্পিউটার হয় আর রিসিভার গুলো মোবাইল ফোন কিংবা কম্পিউটার/ ল্যাপটপ কিংবা স্মার্ট ডিভাইস গুলো হয় ।

উদাহরন হিসেবে বলা যেতে পারে Youtube একটি ভিডিও স্ট্রিমিং সাইট বা সার্ভার আর আমরা মোবাইল ফোন কিংবা কম্পিউটার কে রিসিভার হিসেবে ব্যবহার করে সেই ভিডিও গুলো দেখি ।

আপনি নিজেই যদি ভিডিও স্ট্রিমিং সাইট বানাতে চান , তাহলে দেখে নিতে পারেন Create Video Streaming Server  দেখে নিতে পারেন ।

আর ভিডিও দেখার জন্য আছে স্মার্ট ডিভাইস গুলো, সুধু আপনার জানতে হবে কোথায় কোথায় পাওয়া যাবে 🙂

ফোন এ সরাসরি টিভি দেখা যাবে কিনা ?

সরাসরি টিভি দেখা যাবে যদি সেগুলো প্রচার করা হয় অনলাইন এ । যেমন সময় টিভি ইউটিউব এ ই লাইভ স্ট্রিমিং হয় । একই ভাবে bioscopelive.com এ সরাসরি বেস কিছু বাংলা  সেটেলাইট টিভি  চ্যানেল গুলো দেখা যায়  ।

Your Answer

6 + 5 =

error: Content is protected !!