এক্সেলে প্রিন্ট করলে লেখা গুলো খুব ছোট হয়ে প্রিন্ট হয় কিভাবে বড়ো করবো ?

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামএক্সেলে প্রিন্ট করলে লেখা গুলো খুব ছোট হয়ে প্রিন্ট হয় কিভাবে বড়ো করবো ?
Riaz Ahmed asked 5 years ago

এক্সেলে প্রিন্ট দেওয়ার পরে লেখাগুলো খুব ছোট ছোট হয় কারণ কি কিভাবে বড় করব।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

সাধারনত এক্সেল এ প্রিন্ট করার সময়  % কম বেশি করলে লেখা ছোট বা বড় হয়ে প্রিন্ট হয় । অনেক সময় এক পেজে অনেক গুলো লেখা প্রিন্ট করার জন্য এক্সেল এ Page Setup থেকে Percentage কম বা বেশি করে  নেয়া হয়ে থাকে ।


নিচের ছবিতে দেখুন, Excel Page Setup এর Page Tab এর ভিতরে Scaling এ Adjust to নামে একটা অংশ আছে যেখানে এখন ১০০% দেখাচ্ছে । আপনার ক্ষেত্রে কতো দেখে নিন ।

আপনি প্রিন্ট করার আছে এক্সেল এর পেজ সেটাপ এ দেখে নিন % কতো আছে এবং এটি  বাড়িয়ে নিয়ে ঠিক করে নিন ।

Your Answer

8 + 17 =

error: Content is protected !!