ঘনবস্তুঃ ত্রিমাত্রিক বস্তুই ঘনবস্তু। ত্রিমাত্রিক বলতে তিন মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। অর্থাৎ যে বস্তুর পরিমাপের সময় দৈর্ঘ,প্রস্থ ওউচ্চতা পরিমাপ করা যায় তাই ঘনবস্তু। অন্যভাবে ত্রিমাত্রিক জগতে যে বস্তু স্থান দখল করে আছে তাকে ঘনবস্তু বলে।
ঘনবস্তু দুই প্রকারঃ
১।সুষম ঘনবস্তু
২।বিষম ঘনবস্তু
➤সুষম ঘনবস্তুঃ যে ঘনবস্তুর আকৃতি সামন্জস্য পূর্ণ তাকে সুষম ঘনবস্তু বলে। গোলক(বল) কোণক(কোণ আইসক্রিম) পিরামিড,সিলিন্ডার(বেলন), আয়তাকার ঘমবস্তু(বই),প্রিজম, বর্গাকার ঘনবস্তু(ঘনক) ইত্যাদি সুষম ঘনবস্তর উদাহরণ।
➤বিষম ঘনবস্তুঃ যে ঘনবস্তুর বাইরের আকার সামন্জস্যহীন তাকে বিষম ঘনবস্তু বলে। যেমনঃ কয়লার টুকরা, ভাঙা ইট, পাহাড় ইত্যাদি।
1 Answers
Your Answer