ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্যঃ
অনিশ্চয়তা থেকেই অবশ্য ঝুঁকির সৃষ্টি তারপরও ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যেমনঃ
- সব অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না। যেহেতু খারাপ কোন ঘটনা ঘটনার আশঙ্কাকেই ঝুঁকি বলা হয়েছে কিন্তু খারাপ কোন ঘটনা ঘটার আশঙ্কা যদি না জানা থাকে তাহলে এই অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না।
- অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলা হয়। কিছু অনিশ্চয়তা আছে যা পরিমাপ করা যায় না। যেমন: কোন একটি অফিসের প্রধান কর্মকর্তার যদি মৃত্যু ঘটে তাহলে এটি একটি অনিশ্চয়তা, কিন্তু এই অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না। যার কারণে এরকম অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যাায় না।
- আবার ঝুঁকির পরিমাপ করা যায় বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে ঝুঁকির পরিমাণ কমানো যায়। যেমন- কোন একটি কোম্পানির অফিস ভূমিকম্পের কারণে ভেঙ্গে পড়তে পারে, কিন্তু ভূমিকম্প কোম্পানির নিয়ন্ত্রণের নেই বলে এ অনিশ্চয়তাটিকে কোম্পানি পরিহার করতে পারে না। পক্ষান্তরে বলা হয়, যে কোন কোম্পানীর আগামী বছর বিক্রয়ের হার কমে যাওয়ার আশঙ্কা একটি ঝুঁকি। এই ঝুঁকি পরিমাপ করা যায় এবং এই ঝুঁকি হ্রাস করার জন্য কোম্পানি পণ্য অগ্রিম বিক্রির কৌশল অবলম্বন করতে পারে।