ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা কর

প্রশ্ন উত্তরCategory: ওয়েব ডিজাইনডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা কর
nirob asked 4 years ago

ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা জানতে চাই 


1 Answers
REZWAN AHMED answered 3 years ago

ইন্টারনেটে কোনো ওয়েবসাইট কে ডোমেইন নেইম বা আইপি অ্যাড্রেস এর সাহায্যে অনুসন্ধান করা যায়। ডোমেইন নেইম হলো টেক্সট অ্যাড্রেস অপরদিকে আইপি অ্যাড্রেস হলো সংখাবাচক অ্যাড্রেস। প্রতিটি আইপি অ্যাড্রেসের বিপরীতে থাকা ডোমেইন নেম মনে রাখা অপেক্ষাকৃত সহজ কিন্তু আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর। প্রতিটি ওয়েবসাইটের একটি অদ্বিতীয় ডোমেইন নেম থাকে। তাই বলা যায় ডোমাইন নেইমের গুরুত্ব অপরিসীম।


Your Answer

6 + 9 =

error: Content is protected !!