ভেক্টর রাশি ও স্কেলার রাশি কী?

প্রশ্ন উত্তরCategory: গণিতভেক্টর রাশি ও স্কেলার রাশি কী?
Shakib asked 4 years ago

ভেক্টর ও স্কেলার রাশি চিনতে পারবো কীভাবে?


1 Answers
Abu Alam answered 4 years ago

স্কেলার রাশি ও ভেক্টর রাশি সম্পর্কে জানার আগে রাশি সম্পর্কে জেনে নেই।
➤রাশিঃসাধারণত পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়।
➤স্কেলার রাশিঃযে রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে অর্থাৎ যে রাশির পরিমাপ করার জন্য রাশিতে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানি যথেষ্ট তাকে স্কেলার রাশি বলে।
➤ভেক্টর রাশিঃযে রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয় অর্থাৎ যে রাশিকে পরিমাপ করার জন্য  মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে।


Your Answer

19 + 15 =

error: Content is protected !!