মোবাইল দিয়ে কোনো এ্যাপস ডাউনলোড করে তা কম্পিউটার এ প্রবেশ করানো যাবে?

প্রশ্ন উত্তরCategory: সমস্যামোবাইল দিয়ে কোনো এ্যাপস ডাউনলোড করে তা কম্পিউটার এ প্রবেশ করানো যাবে?
Pranto asked 2 years ago

আমার কম্পিউটার আছে কিন্তু তাতে ইন্টারনেট সংযোগ নাই তো আমি কোনোভাবে কি বিজয় বায়ান্ন ইনস্টল করতে পারবো? আর মোবাইল দিয়ে কোনো এপস ইনস্টল করে তা কম্পিউটার এ প্রবেশ করানো যাবে কি? এবং ইনস্টল কারে বয়বহার করা যাবে কি?


2 Answers
Md Shariar Sarkar Staff answered 2 years ago

আপনি মোবাইলে যদি বিজয় এর কম্পিউটার সফটওয়ার টি ডাউনলোড করে কম্পিউটারে কপি করে ইন্সটল দিতে পারেন, তাহলে সেটি চলবে ।
তবে আপনি তো আপনার মোবাইল ইন্টারনেট কম্পিউটারে ও ব্যবহার করতে পারবেন । দেখে নিন কিভাবে মোবাইলের ইন্টারনেট কম্পিউটার এ ব্যবহার করা যায় ।


Abir Haque answered 2 years ago

আপনি যেভাবে মোবাইলে এপ ইন্সটল করে কম্পিউটারে ইউজ করতে চাচ্ছেন সেভাবে ইউজ করতে পারবেন না। আপনি আপনার মোবাইল নেট সংযোগ দিয়ে কম্পিউটারের সফটওয়্যার ফাইল ডাউনলোড করে সেই ফাইল কম্পিউটারে কপি করে নিয়ে কম্পিউটারে ইন্সটল করে ব্যবহার করতে পারবেন।


মোবাইলে এপ ইন্সটল করে সেটাকে কম্পিউটারে ইউজ করা যায় না।
– https:www.banglafeeds.info

Your Answer

13 + 4 =

error: Content is protected !!