Speedmetar GPS আপনার গতি মাপুন মোবাইল এ
হয়তো আপনি একটি চলমান বাস এ আছেন, কিংবা বাই সাইকেল চালাচ্ছেন, জানতে ইচ্ছে করলো আপনার গতি। সাথে যদি থাকে Android Phone আর যদি সেটা হয় GPS Enable, তাহলে তো কথাই নেই। আপনি ও পারবেন জানতে আপনার সাইকেল কিংবা বাস এর গতি 🙂
কিছু Android Phone এ বিল্ড ইন অ্যাপ্লিকেশান থাকে, আর আমি আলোচনা করবো যাদের আগে থেকেই নেই, তাদের কথা ভেবে।
গতি মাপুন মোবাইলে
আমরা আসলে একটি বাড়তি এন্ড্রয়েড এপ্লিকেশন ব্যবহার করবো যার নাম Speedmetar GPS এটিকে আপনার ফোনে নামিয়ে নেবার জন্য গুগলের প্লে স্টোর থেকে সার্চ করে নিতে পারেন speedmetar GPS দিয়ে এবং নামিয়ে নিন আপনার এন্ড্রয়েড মোবাইল ফোনে
ইন্সটল হয়ে গেলে ওপেন করে নিন এপ্লিকেশন টি । আর দেখে নিন যে আপনার ফোনের GPS চালু আছে কিনা । এবার কোন একটি চলমান যানবাহনে উঠুন আর দেখুন আপনার গতি ।
ডান পাশে আছে কার কিংবা বড় গাড়ির গতি মাপার জন্য কার এর আইকন আর বাম পাশে আছে সাইকেলের আইকন । আপনি যদি আপনার সাইকেল চালানোর গতি মাপতে চান তাহলে সাইকেল এর আইকন টিতে ক্লিক করুন । দেখবেন যে গতি মাপার রেন্জ স্কেলটি পরিবর্তন হয়ে গেছে ।
সাধারনত এখানে km/h এ থাকে গতি মাপকের স্কেলটি। আপনি মাইল পার আওয়ার ও করে নিতে পারেন । পাশাপাশি এখানে আছে মাইল পার আওয়ার ও দেখতে পারেন সাথে আরও থাকছে Track list, Satellites View এবং Speed Chart. গতি মাপার এই ছোট্ট এপ্লিকেশনটি গুগল ম্যাপ এর সাথে কানেক্টেড হওয়ার এখানে চাইলে আপনি রিয়াল মুভমেন্ট সহ দেখতে পাবেন আপনার গতি, কতটা পথ পার হলেন এবং কতটা সময় লেগেছে। Avg Speed ও দেখায় এটি ।
তো আর দেরি কেনো ? Speedmetar GPS দিয়ে আপনার গতি মাপুন মোবাইল ফোনেই । আর এটি ফোনে নামিয়ে নিতে ভিজিট করে নিন https://play.google.com/store/apps/details?id=luo.speedometergps&hl=en
Gari