কম্পিউটার ডিসপ্লে zoom করে দেখা – Windows Magnifier ব্যবহার

সাধারণত magnifier ব্যবহার করা হয়  ছোট কোন বস্ত বা ডকুমেন্টকে বড় করে দেখার জন্য।  মাঝে মধ্যে কম্পিউটার স্ক্রিন বড় করে দেখানোর দরকার পড়ে। বিশেষ করে এক সাথে কয়েকজন মিলে কোন কাজ করবার সময়। আর আমরা Windrows Magnifier ব্যবহার করে কম্পিউটার ডিসপ্লে zoom করে দেখে নিতে পারি। তো চলুন নিচের অংশে দেখে নেয়া যাক।


কম্পিউটার ডিসপ্লে zoom – Windows Magnifier ব্যবহার

সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বাই ডিফল্ড ভাবে magnifier থাকে। তো কিভাবে আমরা কম্পিউটার থেকে magnifier অপশন বের করবো? magnifier বের করার জন্য প্রথমে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যুক্ত কম্পিউটার  থেকে Start মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পর সেখানে সার্চ বক্স দেখা যাবে (উইন্ডোস সেভেন কিংবা তার পরের ভার্সন গুলোতে । সার্চ বক্স যদি না ও থাকে, আপনি Win কি তে চেপে এবার লিখতে থাকুন, চলে আসবে )। সেই সার্চ বক্সে magnifier টাইপ করুন। টাইপ করার পর উপরের দিকে magnifier অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে magnifier ওপেন হবে। যা দেখতে নিচের ছবিটির মতো।

open magnifier

open magnifier

এখন আপনি আপনার ডিভাইস থেকে যেকোন ডকুমেন্ট zoom করে দেখে নিতে পারেন। উপরের লাল মার্ক করা দুইটি আইকন দেখা যাচ্ছে।  + বাটনে ক্লিক করলে Display Zoom হবে আর – বাটনে ক্লিক করলে ছোট ।

Magnifier কই গেল ?

ম্যাগনিফাইয়ার অন করার পরে মাঝে মধ্যে দেখবেন সেই উইডোটি নেই 🙁  আসলে সে  নিজেকে ছোট করে রাখে এবং একটি হাতল সহ আতসি কাচ এর আকার ধারন করে । যা দেখনে নিচের মতো এবং স্ক্রিনের উপর আবছা আকারে থাকে

computer magnifier icon

computer magnifier icon

এ্কটু খু্জতে থাকুন আপনার কম্পিউটার পর্দায়, পেয়ে যাবেন  এবং ওর উপরে মাউচ নিয়ে গেলে আবার পেয়ে যাবেন সেই ছোট্ট উইনডোটি।

Computer Magnifier এর আরও ব্যবহার

Computer Magnifier এর তিন ধরনের View থাকে । আর সেগুল দেখতে হলে আপনাকে যেতে হবে Views এ যার ছবি নিচে দেয়া হল।

magnifier views

Magnifier views

Full screen ( কিবোর্ড সটকাট Ctrl + Alt + F যা ম্যাগনিফায়ার চালু থাকলে কাজ করে ) এ আপনি পুরো পর্দার বড় রুপ দেখতে পাবেন এবং মাউস যেদিকে নিবেন, তার সাথে সাথে সেই অংশকে বড় করে দেখাবে ।

Lens (কিবোর্ড সটকাট Ctrl + Alt + L ) আমার খুব পছন্টের কারন এটি একটি নির্দিষ্ট অংশ কে বড় করে দেখায় যার ছবি নিচে দেয়া হল ।

Magnifier Lans views

Magnifier Lans views

Docked (কিবোর্ড সটকাট Ctrl + Alt + D ) ও ভালোই , নিচের পর্দাকে সাভাবিক রেখে উপরে কিছু অংশে সে নিচের অশংগুলো জুম করে দেখায় ।

তো এই ছিলো Windows Magnifier ব্যবহার এর ছোট্ট আয়োজন । ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!