ওয়ার্ডপ্রেস Featured Image

ওয়ার্ডপ্রেস Featured Image কি ?

মাঝে মাঝে এমন হয় কিছু ইমেজ পুরো পোস্টটাকে রিপ্রেজেন্ট করে। সে ইমেজগুলোকে সাধারণত আমরা ফিচারড ইমেজ বলে থাকি। ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের প্রতিটি পোস্টে প্রবেশ করবার সময় আমরা অনেক সময় আমরা হোম পেজে কিংবা পোস্ট ক্যাটাগরি পেজে ইমেজ সহ পোস্টের টাইটের গুলো পাই । টাইটেলের সাথে ইমেজ গুলো আসে সেগুলো সাধারনত ফিচার্ড ইমেজ দিয়ে করা হয় ।


আসলে পুরো পোস্ট টাকে যে ইমেজ দিয়ে রিপ্রেজেন্ট করা যায় সেটিই ফিচার্ড ইমেজ । এবং বিভিন্য সোস্যাল মিডিয়াতে ওয়েবের পোস্ট গুলোকে সেয়ার করবার সময় যে ইমেজ টি আসে সেটিও ফিচার্ড ইমেজ । আপনি ফিচার্ড ইমেড সেট না করলে সোস্যাল মিডিয়া গুলো যেমন ফেসবুক নিজে থেকেই পোস্টের যে কোন একটি ইমেজ বেছে নেয় ।   তো চলুন দেখে নেই কিভাবে ওয়ার্ডপ্রেস ফিচার্ড ইমেজ যোগ করা যায়

কিভাবে ওয়ার্ডপ্রেস Featured Image নির্বাচন করবেনঃ

যদি আগে থেকেই পোস্ট করা থাকে তো সেটিতে ফিচার্ড ইমেড এড করতে পোস্ট টি এডিট করুন ( Dashboard থেকে Posts এর ভিতরে All Post এ গিয়ে যেকোন পোস্টের টাইটেলের উপর মাউচ নিয়ে গেলে Edit অপশন পাবেন )। আর নতুন ওয়ার্ডপ্রেস পোস্ট করলে এমনিতেই পেয়ে যাবেন পরের অংশ গুলো ।  তো ফিচারড ইমেজ অ্যাড করবার জন্য পরের ধাপ গুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস পোস্ট এডিটরের ডান পাশে যে সাইড বারটি থাকে তার একদম নিচের দিকে গেরে Featured Image নামে একটা সেকসন পাবেন । নিচের ছবির মতো …

Featured Image

Featured Image

উপরের ছবিটিতে ভালো ভাবে লক্ষ করুন। ছবিটির ডান পাশে লাল মার্ক করা Set Featured image অপশনটি নিয়ে আসার জন্য Scroll করে নিচের দিকে আসলে Set Featured image লেখাটি দেখা যাবে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস ইমেজ আপলোডার অন হয়ে যাবে । আপনি যে ইমেজটি ফিচারড ইমেজ আকারে ব্যবহার করবেন। সেটি আপলোড করুন।

upload and set Featured Image in WordPress

upload and set Featured Image in WordPress

আপনার ফিচারড ইমেজ আপলোড হয়ে গেলে সেই ইমেড টি অটো সিলেক্ট হবে উপরের মতো, না হলে সিলেক্ট করে নিচের ডান পাশের নিল বাটন Set featured image এ ক্লিক করুন । করলে সেই ইমেজ টি এড হয়ে যাবে এবং এটিকে নিচের মতো করে দেখাবে ।

WordPress Featured Image

WordPress Featured Image

সবকিছু ঠিকঠাক থাকলে এবার পোস্ট টি পাবলিশ বা আপডেট করার পর দেখবেন Featured Image  ওয়ার্ডপ্রেস ফিচার্ড ইমেজ যোগ হয়ে গেছে । আমাদের ক্ষেত্রে নিচের মতো …

Featured Image

Featured Image

 

You may also like...

5 Responses

  1. mahmudulhasan says:

    এমন কোন সিস্টেম আছে কিনা যে, আমি ফিচার্ড ইমেজ যুক্ত করবো কিন্তু সেটি পোস্ট এর মাঝে শো করবে না, শুধু হোম পেজে এবং পোস্ট টি কোথাও শেয়ার করলে সেখানে শো করবে।
    জানালে উপকৃত হবো।

    • Md Shariar Sarkar says:

      আছে এবং এটা আপনার সাইটের থিম এর উপর নির্ভর করে । মানে কিছু থিম এ ফিসার্ড ইমেজ শো করে আবার কিছু থিমে পোস্টে ফিচার্ড ইমেজ শো করে না ।
      আবার কিছু কিছু থিমে অপশন থাকে যে আপনি ফিচার্ড ইমেজ শো করবেন কিনা পোস্ট এ । একটি থিম অপশন গুলো ঘাটতে পারেন । আর কোডিং করে ও এটাকে অফ করা যায় যদি আপনার থিম পোস্ট এ ফিচার্ড ইমেজ শো করে ।

  2. mahmudul hasan says:

    কোডিং এর মাধ্যমে কিভাবে অফ করা যায় একটু বলতে পারবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!