বিজয় কিবোর্ড এ বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি

আমরা বিজয় কিবোর্ড এর এই টিউটোরিয়াল এ দেখাবো কিভাবে বিজয় কিবোর্ড এ বাংলা সব অক্ষর লেখা যায় । বাংলা লিপি তে অনেকগুলো বর্ণ আছে । বাংলা স্বরবর্ন, ব্যঞ্জনবর্ণ এবং বাংলা কার ও যদি চিহ্ন গুলো কিভাবে লিখতে হয় সেগুলো ও দেখাবো এই বিজয় কিবোর্ড এ বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি তে ।


Bijoy Key Board এ আপনি একেবারে নতুন হলে রিকমেন্ড করবো দেখে নিন কিভাবে বিজয় কিবোর্ড এ বাংলা লেখা যায়

বিজয় কিবোর্ড - বাংলা সব অক্ষর

বিজয় কিবোর্ড – বাংলা সব অক্ষর

বাংলা সব অক্ষর পরিচিতি

বাংলা বর্নমালায় ১১ টি অক্ষর কে স্বরবর্ণ এবং ৩৫ টি অক্ষর কে ব্যঞ্জনবর্ণ বলা হয়। সাথে আছে বেশ কিছু  সংশোধক বর্ণ, বিরামচিহ্ন ও সংখ্যা ।  সাধারন বাংলা বর্ণানুক্রম  হচ্ছেঃ

“অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ ”

যার মধ্যে প্রথম ১১ টি স্বরবর্ণ অর্থাৎ
“অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ”

এর পরের ৩৫ টি ব্যঞ্জনবর্ণ অর্থাৎ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য়

ও শেষের ৪ টি অর্থাৎ “ৎ ং ঃ ঁ” কে  বলা  হয় সংশোধক বর্ণ এর অন্তভুক্ত যার সাথে আরো কিছু সংশোধক বর্ণ আছে ।

তথ্যসুত্রঃ   বাংলা লিপি, উইকিপিডিয়া

বিজয় কিবোর্ড এ বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি

নিচে টেবিল আকারে বিজয় এ বাংলা বর্ন গুলো নিয়ে আসার পদ্ধতি গুলো দেয়া হলো । আর বিজয় এর যুক্ত বর্ন গুলো লেখার জন্য দেখে নিন বিজয় এ কিভাবে যুক্ত বর্ন লেখা যায়

বিজয় কিবোর্ডে বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি

বিজয় কিবোর্ডে বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি

বাংলা স্বরবর্ণ বিজয় কিবোর্ড এ লেখার পদ্ধতি

বাংলা ভাষায় ১১ টি স্বরবর্ণ আছে এবং কিভাবে বিজয় এ লিখতে হয় তা নিচে দেয়া হলো টেবিল আকারে । অ ছাড়া বাকি সব স্বরবর্ণ নেয়ার জন্য শুরুতে G চাপতে হয় বিজয় বিবোর্ডে ।

বাংলা স্বরবর্ণকিবোর্ড কমান্ড
Shift + F
G + F
G + D
G + Shift + D
G + S
G + Shift + S
G + A
G + C
G + Shift + C
X অথবা G + X
G + Shift + X

 

বাংলা ব্যঞ্জনবর্ণ  লেখার পদ্ধতি

বাংলা ভাষাতে ৩৫ টি ব্যঞ্জনবর্ণ আছে এবং বিজয় এ কিভাবে লিখতে হয় তা নিচে টেবিল আকারে দেয়া হলো  । ব্যঞ্জনবর্ণ গুলো সাধারনত সরাসরি ইংরেজি অক্ষর গুলোতে চাপ দিয়ে কিংবা সাথে Shift যোগ করে নিয়ে আসা যায় ।

বাংলা ব্যঞ্জনবর্ণকিবোর্ড কমান্ড
J
Shift +  J
O
Shift  + O
Q
Y
Shift + Y
U
Shift + U
Shift + I
T
Shift + T
E
Shift + E
Shift + B
K
Shift + K
L
Shift + L
B
R
Shift + R
H
Shift + H
M
W
V
Shift + V
Shift + M
Shift + N
N
I
Shift + W
P
Shift + P

 

সংশোধক বর্ণ গুলো লেখার পদ্ধতি

সংশোধক বর্ণ গুলোর বেশির ভাগ ই এবং কিছু চিহ্ন কিবোর্ড এর ফাংশন কি এর নিচের নাম্বার কি গুলো ব্যবহার করে লেখা হয় ।  কিবোর্ড সম্পর্কে আরো ধারনা পেতে দেখে নিতে পারেন কিবোর্ড পরিচিতি

সংশোধক বর্ণনামলেখার পদ্ধতি
খন্ড ত\ (সাধারনত backspace এর নিচে থাকে)
অনুঃস্বরShift + Q
বিসর্গShift + \
চন্দ্রবিন্দুShift + 7 (Function key এর নিচ থেকে)
হসন্তG
্যয ফলাShift + Z
্রর ফলাZ
র্  (রেফ)রেফShift + A
ব ফলাব ফলাShift + 6 (Function key এর নিচ থেকে)

 

বিজয় কিবোর্ডে স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ লেখার পদ্ধতি

বাংলা ১১ টি স্বরবর্ণের মধ্যে ১০ টির ই সংক্ষিপ্ত রুপ আছে । অভ্র কিবোর্ড এ উচ্চারন এর মতো করে লিখলেই হয়,কিন্তু বিজয় কিবোর্ড এ এর ধরন টা একটু আলাদা।  নিচে উদাহরন সহ দেয়া হলো বিজয় কীবোর্ড এ  স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ লেখার পদ্ধতি ।

স্বরবর্ণস্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকিবোর্ড কমান্ডউদাহরন
সংক্ষিপ্ত রুপ নাই
া  –  আ কারFকা = J + F
ি –  হ্রস্ব ই কারDকি = D + J
ী –  দীর্ঘ ই কারShift + Dকী = J + Shift + D
ু – হ্রস্ব উ কারSকু = J + S
ূ –  দীর্ঘ উ কারShift + Sকূ = J + Shift + S
ৃ, – ঋ কারAকৃ = J + A
ে –  এ কারCকে = C + J
ৈ –  ঐ কারShift  + Cকৈ = Shift  + C + J
 ো – ও কারC + বর্ন + Fকো = C + J + F
ৌ – ঔ কারC + বর্ন + Shift + Xকৌ = C + J+ Shift + X

বিরামচিহ্ন ও অন্যান্য ব্যবহৃত চিহ্ন

চিহ্নলেখার নিয়ম
Shift + G
Shift + 4 (Function key এর নিচ থেকে)
‌’ (বাম পাসের সিংগেল কোটেসন )‍‌‌` (Esc বাটন এর নিচে)
” (বাম পাসের ডাবল কোটেসন )Shift + ` (Esc বাটন এর নিচে)
‌’ (ডান পাসের সিংগেল কোটেসন )‘ (বিকোর্ড এর সাধারন সিংগেল কোটেসন )
” (বাম পাসের ডাবল কোটেসন )” (বিকোর্ড এর সাধারন ডাবল কোটেসন )
!!
??
,,
;;

যে চিহ্নগুলো ইংরেজি তে আছে, সেগুলো বিজয় কিবোর্ড এ ও আছে, যেমন বাংলা সংখ্যা গুলো কিবোর্ড এর ইংরেজি সংখ্যা গুলো চাপলেই চলে আসে  । তো এই ছিলো মোটামুটি বিজয় এ বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি ।

You may also like...

36 Responses

  1. md golam mostafa says:

    thanks

  2. SABBIR HASSAN OPU says:

    sabbir hassan opu

  3. jillur Rahman says:

    jillur rahman jitu

  4. Deepankar bhat says:

    It’s helpful

  5. 𝓶𝓭 𝓸𝓼𝓶𝓪𝓷 𝓰𝓸𝓷𝓲 says:

    𝓝𝓲𝓬𝓮

  6. Atikur Rahman says:

    Shift+/ click korle ঃ আসেনা কেন?
    ‘ এটা আসে

    • Md Shariar Sarkar says:

      আপনি / ( ফরওয়ার্ড স্ল্যাস ) না চেপে \ ( ব্যাকওয়ার্ড স্ল্যাস ) চাপুন । backslash (\) সাধারনত backspace এর আশেপাশে থাকে । Shift + \ চপুন, কাজ হবে আশা করি ।

    • Atiqur Rahman says:

      G+D তে ই আসেনা,সমাধান চাই

    • Sojib says:

      কিবোর্ডের Esc বাটনের, নিচের বাটনে ক্লিক করেন তাহলে আসবে ।

  7. মঈন says:

    ভাই আমি কীবোর্ডে ৎ,ঃ লিখতে পারিনা, কিভাবে লিখব? আমার A4 tech কীবোর্ড নেই।

    • Md Shariar Sarkar says:

      আপনার কিবোর্ড A4Tech এর হওয়া লাগবে এমন তো না । শুধু দেখুন backslash কি টা কোথায় আছে এবং এটি ব্যবহার করুন । এই লিংক টি দেখে নিতে পারেন, বিস্তারিত লেখা https://kivabe.com/?p=15223

  8. sumon says:

    পিডিএফ আকারে নিতে পারতেছি না কেন

  9. ss sumon says:

    dounlode korte patle valo hoto ..helf me

  10. ফয়সাল says:

    “সুত্র” লিখবো কিভাবে??

  11. REMON KHAN says:

    bhai ami roh fola likte parchi na ms word er option e giye insert er maje jei symbol ache ohkhane giye more symbol er option click kore sobgolo tik sign off kore o dekhechi tarpor o ref likle C er moto ashe ki korte pari plz

  12. MD BELAL says:

    ভাই! আমার কিবোর্ডে একার, হ্রস্ব ইকার আসতে চাই না সহজে?

  13. Ridoyan bin jaman says:

    180 Takar boi kina theke beche gesi

  14. Roman says:

    রু শর্ট কি কি হবে??

  15. Md.Aminul Islam says:

    আমি আমার ডেল কম্পিউটারে বিজয় বায়ান্ন ও অভ্র ইন্সটল আছে।কিন্তু বিজয় কিবোর্ডে “ব্যবস্হা” লিখা যাচ্ছে না।এরকম আসছে….
    ব্যবসহা আসে। কিন্তু ব্যবস্হা লিখা যাচ্ছে না। সমাধান কি?

    • Md Shariar Sarkar says:

      আপনি, স এর সাথে হ যুক্ত করছেন, সেটা না করে স এর সাথে থ যুক্ত করুন।

    • বাবুল says:

      ভাই হসন্ত লিখতে পারিনা কিভাবে লিখব

      • Md Shariar Sarkar says:

        বিজয় কিবোর্ড এ G তে থাকে হসন্ত । তো বিজয় কিবোর্ড সেট করে G চাপলেই পেয়ে যাবেন হসন্ত ।

  16. Saiful Islam says:

    নাইস

  17. Nabil says:

    ভাই আমি অভ্র তে লিখে মেসেজ দিচ্ছি।”ল্ল” এটা বিজয় কিবোর্ডে কেমন করে লিখব?

  18. Mainuddin says:

    Vi etar pdf nai download kore raktam

  19. sakib says:

    সম্পর্ক কিভাবে কিভাবে লিখব

    • Md Shariar Sarkar says:

      Bijoy Keyboard এ সম্পর্ক লেখার জন্য প্রথমে কিবোর্ড সেট করে নিন । এর পর কিবোর্ড থেকে চাপুন
      n + m + g + r + j + Shift + a
      n = স
      m + g + r = ম্প
      j + Shift + a = র্ক

  20. ববি পারভীন says:

    আমি আছি

  21. Abdullah says:

    thank you so much…………..

  22. Sojib says:

    Awesome

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!