পিডিএফ ফাইলকে ওয়ার্ড কনভার্ট করার নিয়ম
অনেক সময় আমাদের পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করার দরকার হয় । কারন সেই ফাইলের টেক্সট গুলো এডিট করার প্রয়োজন পড়ে এবং ওয়ার্ড এ ফাইলের লেখা এডিট করাটা অনেক সহজ । ত চলুন দেখে নেই পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার দিয়ে এবং এটি ছাড়া কিভাবে pdf to word করা যায় ।
আজকে আমরা দুইটি স্টেপে আলোচনা করবো, কিভাবে পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করা যায় ।
- মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করার নিয়ম
- পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার সফটওয়্যার ব্যবহার করে পিডিএফ ফাইলকে ওয়ার্ডে পরিবর্তন করার নিয়ম
প্রথমে আমরা আলোচনা করবো, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম দিয়ে কিভাবে পিডিএফ ফাইল কে ওয়ার্ডে Convert করা যায় এই বিষয়ে । চলুন দেখে নেই ।
পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করার নিয়ম – Microsoft Word
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে PDF file কে ওয়ার্ডে কনভার্ট করে নেবার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের লেটেস ভার্সন লাগবে । মাইক্রোসফট ওয়ার্ডের আগের ভার্সনগুলোতে পিডিএফ ফাইলকে ওয়ার্ড পরিবর্তন নাও হতে পারে । আমি আমার ক্ষেত্রে Office 365 ব্যবহার করে আলোচনা করছি । তবে Office 2016 তে হয় যা আমরা পরীক্ষা করে দেখেছি ।
পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করার জন্য যে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করবেন সেটি ওপেন ওয়ার্ডে ওপেন করে নিন । ঠিক নিচের ছবির মতো ।
উপরের ছবিতে দেখুন । আমি আমার ক্ষেত্রে ওয়ার্ডে পিডিএফ ফাইল ওপেন করবো। ওপেন করার সময় নিচের ছবির মতো ট্যাব আসতে পারে ।
এবার সেখান থেকে OK লেখা বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর আরও একটি ট্যাব আসতে পারে সেটির OK লেখা বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর আপনার পিডিএফ ফাইল ওয়ার্ডে ওপেন হবে । ঠিক নিচের ছবির মতো ।
উপরের ছবিতে দেখুন । সেখানে পিডিএফ ফাইলটি ওয়ার্ড কনভার্ট হয়েছে । এই ভাবে আপনি আপনার পিডিএফ ফাইল কে খুব সহজে ওয়ার্ডে ফাইলে পরিনত করতে পারেন । ওয়ার্ডে পিডিএফ কনভার্ট করলে ডকুমেন্ট এডিট করার প্রয়োজন হতে পারে । ওয়েবে পিডিএফ ফাইল কনভার্ট করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন ।
সফটওয়্যার দিয়ে পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট
আপনি আপনার পিসিতে এক্সটা একটি সফটওয়্যার ইন্সটল করে খুব সহজে যেকোন পিডিএফ ফাইলকে ওয়ার্ড কনভার্ট করতে পারেন । পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করবার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করবো, সেটির নাম হচ্ছে, PDF To Word Converter প্রোগ্রামটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করবার পর সেটি ওপেন করুন । ওপেন করার পর নিচের ছবির মতো ট্যাব ওপেন হবে ।
উপরের ছবিতে দেখুন । এবার আপনি যে পিডিএফ ফাইলটি কনভার্ট করবেন, সেই ফাইলটি উপরের ছবির লাল দাগ করা Browse লেখাতে ক্লিক করে PDF ফাইল সিলেক্ট করুন । PDF ফাইল সিলেক্ট করার পর Convert লেখাতে ক্লিক করুন । দেখবেন নিচের ছবির মতো সবুজ দেখা যাবে ।
উপরের সবুজ অংশটি ফুল হয়ে গেলে, আপনার ডিভাইসে থাকা ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করবে । ঠিক নিচের ছবির মতো ।
উপরের ওয়ার্ড ফাইলে দেখুন । সেখানে পিডিএফ ফাইল ওয়ার্ড কনভার্ট হয়েছে ।
বাংলা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে পরিনত করা যায় কীভাবে?
এম এস ওয়ার্ড এর ২০১৬ কিংবা পরের ভার্সন গুলোতে পিডিএফ ফাইটি টি ওপেন করে সেটিকে ওয়ার্ড ফাইল এ সেভ করে দেখতে পারেন ।
এম এস ওয়ার্ড ২০১৬ এর পরের ভার্সন এটা বুঝবো কিভাবে
MS Word বা অন্য কোন অফিস অ্যাপলিকেশন যেমন Excel বা PowerPoint ওপেন করার পর Ribbon এর File এ ক্লিক করার পর Account এ ক্লিক করলেই পেয়ে যাবেন Office Program এর Version । আবার ডান পাশে আপনার লগইন করা User Name এর উপরে ক্লিক করে সেখান থেকে Office User Info তে ক্লিক করলেও পেয়ে যাবেন ।
ফাইল ডাউন লোভ করলাম। তারপর ও তো কনর্ভাট করতে পারলাম না।
কিছু পিডিএফ ফাইল আছে ইমেজ থেকে তৈরি করা, সেগুলো ওয়ার্ড এ কনভার্ট হবেনা । সেগুলো ইমেজ আকারে সেভ করে নিতে পারেন ।
সফটোয়ার দিয়ে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্টর ৩ পেজের বেশি হচ্ছেনা কেন ভাই
কোন সফটওয়ার ব্যবহার করছেন পিডিএফ থেকে ওয়ার্ড এ কনভার্ট করতে ?
২০০৭