কিভাবে ল্যাপটপ পিসির ইন্টারনেট মোবাইলে ব্যবহার করে
আজ আমরা আলোচনা করবো কিভাবে পিসির ইন্টারনেট মোবাইলে ব্যবহার করে, সেটি হতে পারে আপনার ল্যাপটপ কিংবা ওয়াইফাই যুক্ত ডেস্কটপ পিসি । এর আগে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ফোনের ইন্টারনেট ল্যাপটপে বা ডেক্সটপে ব্যবহার করা যায় আর আজ তার উল্টোটা করছি । ল্যাপটপ এর ইন্টারনেট মোবাইলে ব্যবহার করবো আমরা কিংবা অন্য আর একটি ল্যাপটপ এ ।
কাজটি কয়েক ভাবেই করা যায়, তবে আমরা ব্যবহার করবো একটি থার্ড পার্টি সফ্টওয়ার । আর এ কাজটি করার জন্য বেশ কিছু থার্ড পার্টি ওয়াইফাই শেয়ার সফ্টওয়ার আছে মার্কেটে যার কোন কোন টি ফ্রি আবার কোন কোন টা পেইড । অর্থাৎ ব্যবহার করতে গেলে টাকা দিতে হয় কিংবা ক্র্যাক নামিয়ে ব্যবহার করতে হয় । আমরা ক্র্যাক এর দিকে না গিয়ে ফ্রি ই ব্যাবহার করবো এবং সেটি বেশ হালকা । আমরা ব্যবহার করবো Baidu WiFi Hotspot যদিও mHotsopt কিংবা connectify-me নামে আরও কিছু ফ্রি হটস্পট এপ্লিকেশন আছে । কিন্তু আমার কাছে Baidu WiFi Hotspot টি বেশ হালকা মনে হয়েছে ।
পিসির ইন্টারনেট মোবাইলে শেয়ার
বাইদু ওয়াইফাই হটস্পট ( Baidu WiFi Hotspot ) প্রোডাক্টটি Baidu, Inc ( একটি চাইনিজ কম্পানি ) এর প্রোডাক্ট এবং এটি ডাউনলোড করতে ভিজিট করুন Baidu WiFi Hotspot পেয়ে যাবেন এটির ডাউনলোড লিংক ।
Download হয়ে গেলে এটি ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে একটু অপেক্ষা করুন । এটি রান হবে এবং আপনার ল্যাপটপের ইন্টারনেট শেয়ার করা শুরু করবে এর ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়ে । ল্যাপটপ ওয়াইফাই হটস্পট এর ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এর ইউজার নেমের ডান পাশে একটি ছোট্ট আইকন পাবেন, সেটিতে ক্লিক করলে আর একটি উইনডো আসবে । সেখান থেকে পরিবর্তন করে নিন ল্যাপটপ ওয়াইফাই হটস্পট এর পাসওয়ার্ড ও ইউজার নেম ।
একটু অপেক্ষা করলে দেখবেন আপনার ওয়াইফাই হটস্পট আবার চলু হয়েছে । এবার আপনার মোবাইল ফোন এর নেটওয়া্র্ক থেকে WiFi এ গিয়ে কানেক্ট করে নিন মাত্র দেয়া পাসওয়া্র্ড দিয়ে । উপরের ৩ মিনিট এর ছোট্ট ভিডিওটিতে আমরা ডাউনলোড থেকে শুরু করে ওয়াইফাই হটস্পট কনফিগার করে মোবাইলে ইউজ করে দেখিয়েছি । যদি কোন সমস্যা হয়, নিচে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ।
Thanks sharing Tips great jobs Author Thank you
vi phoner wifi password vula gasi restart dila to r pabo nah .
kmna paword bar kora jay????
kon WiFi password vule gesen? hot sopt naki je password diye phone connect korsilen?
windows 10 e hoy na ki korte hobe
উইনডোজ ১০ এর বিল্ডইন হটস্পট আছে, সেটি ব্যবহার করতে পারেন । দেখে নিতে পারেন এই লিংক টি https://kivabe.com/?p=9890
1.Sorry,unable to create a wifi hotspot
2.No wireless Network Adapter found in your computer
এই দুটি সমস্যা দেখায় কি করব ?
আপনার কি ডেস্কটপ নাকি ল্যাপটপ ? যদি ডেক্সটপ হয়, তাহলে সাধারনত WiFi hardware ই থাকেনা । যদি ল্যাপটপ হয়, তাহলে হতে পারে আপনার ল্যাপটপ এর Wifi Driver টা আপডেট নাই অথবা Wifi hardware off করা, কিংবা নষ্ট হয়ে গেছে । ধরে নিন Wifi Driver টা আপডেট নাই, সে ক্ষেত্রে মিসিং ড্রাইভার আপডেট করতে দেখে নিতে পারেন https://kivabe.com/?p=8672