মাইক্রোসফট এক্সেস টিউটোরিয়াল – ms access tutorial
মাইক্রোসফট এক্সেস MS Office Program এরটি অংশ যেটি একটি ডাটাবেজ প্রগ্রাম নামেও পরিচিত । আমরা মাইক্রোসফট এক্সেস টিউটোরিয়াল গুলো আমাদের কিভাবে.কম ওয়েব সাইটে তৈরি করে রেখেছি আপনাদের জন্য । সেই ms access টিউটোরিয়াল গুলো একত্রে একটি পোস্টে তুলে ধরেছি, যাতে সহজেই আপনারা খুজে পান এবং নিচের মতো করে শিখে নিতে পারেন ।
এক্সেস এর কাজ
এক্সেস এর কাজ হলো এটি দিয়ে ডাটাবেজ তৈরি করা যায় যা বড় বড় প্রতিস্ঠান গুলো তাকের হিসাব নিকাস এ ব্যবহার করে থাকে । ডাটাবেজের ভিতরে থাকে আনেক গুলো টেবিল যার প্রতিটি আলাদা আলাদা ধরনের তথ্য জমা রাখে এবং প্রয়োজন আনুসাবে সেগুলো ব্যবহার করা যায় বিভিন্য রিপোর্ট তৈরি তে । আর প্রতিটি টেবিলের ভিতরে থাকে অনেক গুলো রো যেগুলোকে বলা হয় এক একটি রেকর্ড । এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের এক্সেস টিউটোরিয়াল গুলো দেখতে থাকুন, আশা করি অনেক টা কাজে লাগবে ।
মাইক্রোসফট অ্যাক্সেস টিউটোরিয়াল লিস্ট
নিচের এম এস এক্সেস টিউটোরিয়াল তালিকা গুলো থেকে ধাপে ধাপে শিখে নিন access program যা আপনার কর্ম জীবনে তো বটেই, বাড়তি শেখা হিসেবেও বেশ কিছুটা এগিয়ে থাকবেন । আমাদের ওয়ার্ড ও এক্সেল এর টিউটোরিয়াল গুলো দেখে নিতে পারেন প্রয়োজনে ।
- মাইক্রোসফট অ্যাক্সেস কি? ও এর কাজ কি – Microsoft Access 01
- মাইক্রোসফট অ্যাক্সেস পরিচিতি – Microsoft Access 02
- অ্যাক্সেস ডাটাবেস তৈরির নিয়ম – Microsoft Access 03
- অ্যাক্সেস ডাটা টাইপ Access Data Type – Microsoft Access 04
- প্রাইমারি কী কি – Primary Key বলতে কি বোঝায় – Access 05
- এক্সেস ডাটাবেস টেবিল তৈরির নিয়ম – Microsoft Access 06
- এক্সেল থেকে অ্যাক্সেস ডাটা ইনপুট করার নিয়ম – Microsoft Access 07
- ডেটাবেস ফর্ম তৈরি – Microsoft Access 08
- অ্যাক্সেস ফর্ম ডিজাইন – Microsoft Access 09
- অ্যাক্সেস লুকআপ উইসার্ড (Lookup Wizard) – Microsoft Access 10
- ফিল্ড সাইজ এর ব্যবহার – Microsoft Access 11
- Access Select কুয়েরী ডিজাইন – Database Form – Access 12
- একাধিক টেবিল কুয়েরি করা – Microsoft Access 13
- Make Query টেবিল – Microsoft Access 14
- Access Append কুয়েরী – Microsoft Access 15
- এক্সেস আপডেট কুয়েরি – Access Update Query – Access 16
- অ্যাক্সেস ক্রসট্যাম কুয়েরি – Cross-tab Query – Access 17
- ডিলিট কুয়েরি – Delete Query – Access 18
- SQL ডেটা কুয়েরি – Microsoft Access 19
- টেবিলের সাথে টেবিল লিংক – এক্সেস টেবিল রিলেশন – Access 20
- অ্যাক্সেস রিপোর্ট তৈরি করার নিয়ম – Access 21
- অ্যাক্সেস রিপোর্ট কি? রিপোর্ট তৈরি কিভাবে করবো – Microsoft Access 22
- রিপোর্ট প্রিন্ট করবো কিভাবে – Microsoft Access 23
উপরের অংশে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস এর ফুল টিউটোরিয়াল লিস্ট দিয়েছি । সেই লিস্ট থেকে আপনার প্রয়োজন অনুসারে Microsoft Access এর পোস্ট দেখতে পারেন ।
স্যার MS Access দিয়ে কিভাবে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার তৈরি করা যায়, সেই ব্যাপারে একটা টিউটোরিয়াল তৈরি করেন। যাতে থাকবে স্টুডেন্ট ইনফরমেশন, রেজাল্ট তৈরি, রেজাল্ট কার্ড, স্টুডেন্ট ফি কালেকশন, ইত্যা।