অনাকাক্ষিত ইমেইল অ্যাকাউন্ট block করবো কিভাবে – Email ID Block
আপনি অনাকাক্ষিত ইমেইল আইডি block করতে চাচ্ছেন? বা কেউ আপনাকে ইমেইলের মাধ্যেমে প্রতিনিয়ত বিক্তত করেই চলেছে। কিন্তু আপনি ইমেইল আসা বন্ধ করতে পারছেন না। তো চলুন নিচের অংশে দেখে নেই। কিভাবে অনাকাক্ষিত ইমেইল অ্যাকাউন্ট block কিংবা বন্ধ করা যায়।
কিভাবে ইমেইল অ্যাকাউন্ট block করবো? ইমেইল অ্যাকাউন্ট block করার জন্য প্রথমে আপনি আপনার ইমেইল অ্যাকাউন্ট লগইন করুন। আমরা দেখিয়েছি জিমেইল এ ইমেইল ব্লক করা। লগইন করার পর যেকোন একটি ইমেইল ওপেন করুন inbox থেকে। এরপর সেখান থেকে সেই ইমেইলের ইমেইল অ্যাকাউন্ট সংগ্রহ করুন। নিচের অংশে দেখুন।
Block করার ইমেইল ID বের করা
উপরের অংশে দেখুন। উপরের লাল মার্ক করা অংশে ইমেইল আইডি দেখা যাচ্ছে। এবার ইমেইলটি কপি করুন। আপনার মূলত কাজ হল যে ইমেইল থেকে আপনার মেইলে ইমেইল আসছে। সেই ইমেইল আইডিটি কালেক্ট করা। এরপর আপনাকে ইমেইল আইডি block করার জন্য ফর্ম ওপেন করতে হবে। ফর্ম ওপেন করার জন্য পরের অংশে দেখুন।
ইমেইল অ্যাকাউন্ট block করা
ইমেইল আইডি লগইন থাকা অবস্থায় উপরের ঘরের মতো সার্চ বার দেখা যাবে। সেখানে লাল মার্ক একটি আইকন দেখা যাচ্ছে যেটি Search Icon এর ঠিক বাম পাসে। সেই আইকেন ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো পেজ বা ফর্ম চলে আসবে। এরপর নিচের অংশে দেখুন।
এরপর আপনি যে ইমেইলটি কপি করেছেন। সেটি উপরের লাল মার্ক করা from লেখা ঘরে paste করুন। উপরের ঘরটি ইমেইল দেয়া মাত্র নিচের create filter with this search লেখাটি নিল কালারের হয়ে যাবে। সেখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টেপে।
সেখানে উপরের ছবিটির মতো পেজ চলে আসবে। এবার ইমেইল অ্যাকাউন্ট block করার জন্য লাল মার্ক করা Delete it লেখা অপশনটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর নিচের লাল মার্ক করা Also apply filter 1 matching conversation লেখা অংশটিতেও টিক দিন। টিক দেয়ার পর নিচের নিল Create filter বাটন লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টেপে।
সেখানে নিচের মতো পেজ দেখা যাবে।
উপরের লাল মার্ক করার মতো যদি view message or delete forever লেখা থাকে। তাহলে আপনি যে ইমেইলটি block করতে চাচ্ছেন। সেটি block হয়ে গেছে।
আপনি ভুল ক্রমে অন্য কারো ইমেইল block করেছেন। আনব্লক করতে পারছেন না। ইমেইল আনব্লক করবেন কিভাবে? তা নিয়ে আসছি পরবর্তি আর একটি পোস্টে। সাথেই থাকুন …
I’d back