ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল দেবার সময় কোন কোন বিষয়গুলো দেখবেন
এর আগের একটি পোস্টে দেখিয়েছি কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল দেয়া যায় । আর আজ আলোচনা করবো ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইন্সটল দেবার আগে কি কি বিষয় দেখে নিবেন । আসলে যেটা হয় যে অনেকগুলো প্লাগইন এর ভিতরে কোনটা কাজের কোনটা না প্রথম প্রথম বুঝে ওঠা একটু কষ্টকর । প্লাগইন ইন্সটল দেবার আগে কিছু কমন বিষয় দেখে নিলে ঠকবার সম্ভাবনা একেবারেই কমে যায় ।
ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল এর সময় কি কি বিষয় খিয়াল রাখবেনঃ
ধরলাম আপনি আপনার ওয়েব সাইটে একটি Facebook Page Like box এড করতে চাচ্ছেন এবং এটিকে আপনি সাইডবারে রাখবেন । সাইটবারে যেগুলো থাকে সেগুলো আসলে Widget হয় । তাই আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল পেজে গিয়ে সার্চ করবো Facebook Widget. ( চাইলে দেখে নিতে পারেন প্লাগইন কি? WordPress এ কিভাবে প্লাগইন ইন্সটল দিবো এই পোস্টটি যাতে পেয়ে যাবেন কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল দিতে হয় । )
প্লাগইন সার্চ বক্সে গিয়ে Facebook Widget লিখে ইন্টার চাপার পর পেয়ে যেতে পারেন উপরের মতো একটি পেজ যেখানে আপনি সাজেসন পাবেন সেই রিলেটেড প্লাগইন গুলোর । এবার উপরের ছবিটিতে দেখুন, লাল মার্ক করা ঘরটিতে বেশ কিছু লেখা আছে এবং সব প্লাগইন এর ক্ষেত্রে ই এরকম থাকে ।
তো সেই ঘরে দেখেন নিচের দিকে দেয়া আছে 100,000 + Active Installs , মানে এতগুলো সাইটে এই প্লাগইন টি চলছে এখন, আর তার ঠিক উপরেই 5 Star রেটিং এর সংখ্যা টাও ভালোই । ডান পাশে দেখা যাচ্ছে লাস্ট করে আপডেট হয়েছে এবং এই ওয়ার্ডপ্রেস প্লাগইন টি আপনার ওয়ার্ডপ্রেস ভার্সন এর সাথে চলে কিনা ।
এবার সেই বক্সের উপরের দিকে দেখুন, Install Now বাটর আছে, তার ঠিক ডানে আছে More Details , সেখানে ক্লিক করুন । দেখবেন সেই প্লাগইন এর আরো ডিটেল চলে আসবে আপনার সামনে নিচের মতো ।
এবার সেই অংশের ডান পাসে দেখুন অনেকগুলো তথ্য আছে এবং কয়জন 5 star, কয়জন 4 star দিয়েছে তাও দেখা যাবে । আর বাম পাশে পেয়ে যাবেন সেই প্লাগইন এর বর্ননা । এবার একই ভাবে দেখে নিতে পারেন Installation, FAQ, Changelog, Screenshorts এবং Reviews. আর এতো কিছু দেখার পর আশা করি আপনি ধারনা পেয়ে যাবেন সেই প্লাগইন সম্পর্কে পুরো ধারোনা ।
সবকিছু অনুকুলে থাকলে আর দেরি কেনো ? Install Now এ ক্লিক করে ইন্সটল করে নিন ওয়ার্ডপ্রেস প্লাগইনটি । এই পোষ্টটির কোন অংশ বুঝতে সমস্যা হলে নিচে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। ভালো থাকবেন …