কিভাবে Apple Account তৈরি করবেন
কিভাবে.কমে আপনাকে স্বাগতম। এর আগে আমরা দেখেছি Gmail , Yahoo, Skype অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়। আজকে আমরা আলোচনা করবো কিভাবে Apple অ্যাকাউন্ট তৈরি করা যায়।
অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম ডিভাইস সমূহে Google Play Store ব্যবহার করার জন্য যেমন Gmail অ্যাকাউন্টের দরকার হয়। তেমনি ভাবে এ্যপেলের iTunes/App store ব্যবহার করার জন্য Apple Account এর প্রয়োজন হয়। Apple Account iPad/Apple IOS ডিভাইস সমূহে ব্যবহার করা যায়। আপনি Apple Account ব্যবহার করে iTunes/App store থেকে গান,গেমস,অ্যাপস ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। Apple Account খোলার জন্য আপনার কিছু তথ্য দরকার হবে। সে তথ্য গুলো স্টেপ বাই স্টেপ ইউজ করতে হবে।
প্রথমে যেকোন ব্রাউজার থেকে Create Your Apple ID লিখে সার্চ করুন। সার্চ করার পর একটি পেজ আসবে। এরপর Create Your Apple ID লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর একটি ডাইলগ বক্স চলে আসবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে বক্সগুলো পূরণ করতে হবে। নিচের ছবিতে লক্ষ করুন।
উপরের ছবিটিতে ভালো ভাবে লক্ষ করুন। Apple Account খোলার জন্য ছবিটির লাল মার্ক করা বক্সটিতে জিমেইল আইডি দিতে হবে। জিমেইল আইডি দেওয়ার পর নিচে পাসওয়ার্ডের বক্স দেখতে পাবেন সেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে।
পাসওয়ার্ড দেওয়ার পর নিচের বক্সে আপনার ফাস্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। পরের বক্সে আপনার জম্ম তারিখ দিয়ে বক্সটি পূরন করুন। নিচে ছবিতে লক্ষ করুন।
উপরের ছবিটিতে ভালো ভাবে লক্ষ করুন। প্রথমের মার্ক করা অংশে Security Question 1 লেখা আছে। সেখানে ক্লিক করলে ফিচার দেখা যাবে। ফিচার থেকে একটি অপশন সিলেক্ট করুন। সিলেক্ট করার পর নিচের Answer লেখা বক্সে Answer লিখে দিন। Answer বক্সে যেকোন একটি তথ্য বা নাম দিতে পারেন।
উপরের নিয়ম অনুযায়ী দিত্বীয় এবং তৃতিয় ফিচারে একই ভাবে পূরন করতে হবে। এর পরের ফিচারে আপনি কোন দেশে বসবাস করেন। সেদেশের লোকেশন সিলেক্ট করুন।
লোকেশন সিলেক্ট করার পর নিচের লাল মার্ক করা বক্সের বাম পাশে কিছু অক্ষর দেখা যাছে সেগুলো হুবহু টাইপ করবেন Type the characters in the image লেখা বক্সে। বক্সটি পূরণ করা হয়ে গেলে নিচে লাল মার্ক করা Continue লেখা বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি প্রথেম যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়েছিলেন সে জিমেইলে ছয় ডিজিটের একটি ভেরিভেকেশন কোড চলে যাবে। নিচের ছবিতে লক্ষ করুন।
ছবিটিতে লক্ষ করুন। ভেরিভেকেশন কোড নাম্বার গুলো উপরের মার্ক করা বক্সে বসাতে হবে। কোড নাম্বার বসানো হয়ে গেলে নিচের Verity লেখা বাটনে ক্লিক করুন। আপনার Apple Account তৈরি হয়ে যাবে।
Comilla
আমি PC তে একটি apple ID খুলেছি gmail দ্বারা কিন্তু icloud mail এ প্রবেশ করতে পারছিনা , notification দিচ্ছে যে এই ID দ্বারা শুধু ভিজিট করতে পারবো কিন্তু mail login করতে পারবোনা । এটার সমাধান কি? জানতে চাই প্লিজ
iCloude Mail ব্যবহার করতে গেলে iCloude Mail এর একাউন্ট খোলা লাগবে । দেখে নিতে পারেন https://www.lifewire.com/how-to-create-an-icloud-email-4584873
Sabbir
Hi
0
iPhone
Apple id