ফটোশপ মুভ টুল এর ব্যবহার – Move Tool – Photoshop 07
এর আগের টিউটোরিয়াল এ আমরা জেনেছি ফটোশপ লেয়ার এর ব্যবহার এবং এবারের আলোচনায় থাকছে ফটোশপ মুভ টুল এর ব্যবহার । মুভটুল ব্যবহার করে ফটোশপের লেয়ার গুলোকে সরানো যায় এক অবস্থান থেকে অন্য অবস্থানে । লেয়ার এর আরো কিছু এই অধ্যায় এ আমরা আলোচনা করবো যেমন লেয়ার মুভ করা এবং কোন লেয়ার উপরে ও কোনটি নিচে থাকবে ।
ফটোশপ মুভ টুল ব্যবহারের ভিডিও টিউটোরিয়াল
ফটোশপ মুভ টুল এ ব্যবহার করার নিয়ম
আগের ফটোশপ টিউটোরিয়াল এ লেয়ার এর ব্যবহার দেখাতে গিয়ে আমরা তৈরি করেছিলাম একটি ডকুমেন্ট যেটির সাদা ব্যকগ্রাউন্ড এর উপরে দুইটি বক্স পাশাপাশি ছিল । এবার আমরা চাইছি যে ওদের একটির উপর আর একটি বসাবো। তো চলুন দেখি কিভাবে …
উপরের ছবিটির লেয়ার অংশে একটু ভালো করে দেখুন, Layer 2 সিলেক্ট আছে । এবার টুলবক্স থেকে মুভ টুল টি সিলেক্ট করবো আমরা । কিবোর্ড কমান্ড V মুভ টুল সিলেক্ট করার জন্য।
যেহেতু নিল বক্সটির লেয়ার সিলেক্ট করা আছে ( প্রথম ইমেজ টিতে দেখুন ) এবার আমরা সেই বক্সটির উপর ( ক্যানভাস এ ) ক্লিক করে বাম পাশে উপরের দিকে সরাবো । দেখবেন যে লেয়ার টি সরছে (লেয়ার প্যানেল এ না, ক্যানভাস এ) এবং লাল বক্স এর উপরে নিল বক্সটি চলে এসেছে । নিচের ছবিতে দেখুন …
এবার যদি লাল বক্স টিকে সরাতে চাই, তাহলে ওর উপরে ক্লিক করে সরালে সরবার কথা । কিন্তু সরবেনা সাধানর ভাবে । যেটা করতে হবে সেটা হলো, ডান পাসে লেয়ার প্যালেট থেকে Layer 1 এ ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নিতে হবে । এবার লাল বক্সের উপরে কিংবা যে কোন জায়গায় ক্লিক করে ( মুভ টুল যেন সিলেক্ট থাকে ) ড্রাগ করুন । দেখবেন সেটাও সরছে …
উপরের ছবিটিতে দেখুন, লাল বক্স টি একটু সরে আরো ভিতরের দিকে গেছে । আর ডান পাসে Layer 1 ( লাল বক্সের লেয়ার ) সিলেক্ট হয়ে আছে ।
লেয়ার উপর নিচ করা
উপরের ছবিতে দেখা যাচ্ছে যে নীল বক্স টি লাল বক্স এর উপরে আছে । এখন ইচ্ছে করলো যে লাল বক্সটি নীল বক্স এর উপরে আসুক । তো সেটা সহজের করা যায় ডান পাশের লেয়ার প্যালেট থেকে লেয়ার গুলো উপর নিচ করে । এবার আমরা Layer 1 এর উপর মাউচ নিয়ে গেলে হাতের আইকন আকারে মাউচ পয়েন্টার পাবো ।
তো, layer 1 এ ক্লিক করে ড্রাগ করে উপরের দিকে নিয়ে Layer 2 এর ও উপর ছেড়ে দিন । নিচের ছবিটি দেখুন …
তো বিষয় হলো ডান পাশে লেযার প্যালেটে যে লেয়ার যতো উপরে থাকবে সে বাম পাশে ক্যানভাসে তত উপরের দিকে দেখাবে ।
Layer Auto Select
আচ্ছা, এমন যদি হতো যে বাম পাশে ক্যানভাস এ আপনি যে লেয়ার এ ক্লিক করছেন, ডান পাশে সে লেয়ারটি অটো সিলেক্ট হয়ে যাচ্ছে এবং সেটিকে আপনি মুভ করতে পারছেন !! আমার তো ভালোই লাগে কিছুটা অশুবিধাও আছে, পরে আলোচনা করছি, আগে দেখি কিভাবে করা যায় কাজটা ।
নিচের ছবিটি দেখুন … Move Tools সিলেক্ট থাকা অবস্থায় Option Bar এর একটি অংশ লাল বক্সের মধ্যে সিলেক্ট করে রেখেছি ।
তো মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় অপশন বার থেকে Auto Select এর বাম পাশে বক্স এ টিক দিন এবং এর ডান পাশে যেখানে Group এর ড্রপডাউন আছে, সেখান থেকে Layer সিলেক্ট করে দিন । এবার নিচের ক্যানভাস থেকে নীল বক্স এর উপরে ক্লিক করলে দেখবেন ডান পাশে Layer 2 সিলেক্ট হয়ে গেছে । আবার লাল বক্স এর উপর ক্লিক রকলে Layer 1 সিলেক্ট হয়ে গেছে । তো এবার যেকোন লেয়ার এর উপর ( ক্যানভাস থেকে ) ক্লিক করে সেটি সরাতে পারবেন সহজে্ই ।
সমস্যা যেটা হতে পারে অটো সিলেক্ট অন থাকলে, সেটা হলো কখন কোন লেয়ার এর উপর ক্লিক করছেন সেটা ঠিকমতো খেয়াল না রাখরে লেয়ার নড়ে যেতে পারে । তাই একটু খেয়ার রেখে টানাটানি করবেন । এর একটি সমাধানও আছে আর তা হলো লেয়ার লক করা ।
ফটোশপ এ লেয়ার লক করা
ফটোশপ এ লেয়ার লক করা হয় সাধারনত লেয়ার মুভ করানো বন্ধ করার জন্য । যেমন ধরুন উপরেই আমরা দেখলাম যে অটো লেয়ার সিলেক্ট করা যায় এবং সেটিকে সহজেই মুভ করানো যায় । তো এতে করে সমস্যা যেটা হতে পারে, সেটি হলো একটি লেয়ার এর অবস্থান ঠিক করার পর আবাড় নড়ে গেলে কিছুটা ঝামেলা ।
তো লেয়ার লক করার জন্য যে লেয়ার টি লক করতে চান, সেটির উপর ক্লিক করে সিলেক্ট করে নিন ডান পাশে লেয়ার প্যালেট থেকে । এবার দেখুন লেয়ার প্যালেটে একটি তালার আইকন আছে, নিচের ছবিতে দেখুন ।
তো সেই লক আইকন এ ক্লিক করুন । এর পর দেখবেন যে সেই লেয়ার টি লক হয়ে গেছে এবং ক্যানভাস এ আর মুভ করানো যাচ্ছেনা ।
তো এই ছিলো মুভ টুলের মোটামুটি ব্যবহার, প্র্যাকটিস করতে থাকুন আর সাথেই থাকুন । সামনে আরো ফটোশপ টিউটোরিয়াল নিয়ে আসছি …