ফটোশপ শর্টকাট কি – Photoshop 62
কাজের গতিকে দ্রততম করবার জন্য কিবোর্ড শর্টকাট ব্যবহারের বিকল্প নেই । তাই আজকের আলোচনায় আমরা দেখবো, অ্যাডোবি ফটোশপে বহুল ব্যবহৃত কিবোর্ড শর্ট কাট সম্পর্কে । যে যতো কিবোর্ড সটকাট ব্যবহার করতে পারবেন , তার কাজের গতি ততো বাড়বে । আর তাই আমাদের ফটোশপ শর্টকাট নিয়ে আজকের আলোচনা । চলুন তাহলে নিচের অংশে দেখে নেই ফটোশপের কিবোর্ড শর্টকাট ব্যবহার সম্পর্কে ।
ফটোশপের কিবোর্ড শর্টকাট
ফটোশপ টুলস শর্ট কাট
আমি আমার ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ সিএস৫ ব্যবহার করে ফটোশপের কিবোর্ড শর্টকাট এর আলোচনা করবো । তবে মোটামুটি সব ফটোশপ এর একই কিবোর্ড কমান্ড হয়ে থাকে । চলুন শুরুতেই টুলস গুলোর ফটোশপ শর্টকাট দেখে নেই ।
- Move Tool: কিবোর্ড শর্ট কাট (V)
- Rectangular Marquee Tool: কিবোর্ড শর্ট কাট (M)
- Lassso Tool : কিবোর্ড শর্ট কাট (L)
- Quick Selection Tool: কিবোর্ড শর্ট কাট (W)
- Crop Tool: কিবোর্ড শর্ট কাট (C)
- Eyedropper Tool: কিবোর্ড শর্ট কাট (I)
- Sport Healing Brush Tool : কিবোর্ড শর্ট কাট (J)
- Brush Tool : কিবোর্ড শর্ট কাট (B)
- Clone Stamp Tool : কিবোর্ড শর্ট কাট (S)
- History Brush Tool: কিবোর্ড শর্ট কাট (Y)
- Eraser Tool: কিবোর্ড শর্ট কাট (E)
- Gradient Tool: কিবোর্ড শর্ট কাট (G)
- Blur Tool: কিবোর্ড শর্ট কাট ()
- Dodge Tool: কিবোর্ড শর্ট কাট (O)
- Pen Tool: কিবোর্ড শর্ট কাট (P)
- Horizontal Tool: কিবোর্ড শর্ট কাট (T)
- Path Selection Tool: কিবোর্ড শর্ট কাট (A)
- Rectangle Tool: কিবোর্ড শর্ট কাট (U)
- Hand Tool : কিবোর্ড শর্ট কাট (H), আবার Space bar চেপে ধরে থাকলেও পাওয়া যায় হ্যান্ড টুল ।
- Rotate View Tool: কিবোর্ড শর্ট কাট (R)
- Zoom Tool: কিবোর্ড শর্ট কাট (Z), (Ctrl) + ( + ) = Zoom In, বড়ো করে দেখায় । আবার ( Ctrl ) + ( – ) = Zoom Out, ছোট করে দেখায়
ফটোশপ টুলের শর্ট কাট উপরের অংশে দেখানো হল , কিবোর্ড থেকে উপরের কিগুলো ক্লিক করলে, ফটোশপ থেকে টুলগুলো সিলেক্ট হবে ।
ফটোশপ শর্টকাট – মেনু শর্ট কাট কি
উপরের অংশে দেখলাম টুল শর্ট কাট এবার নিচের অংশে দেখবো, ফটোশপের মেনু শর্ট কাট । চলুন তাহলে দেখে নেই মেনু শর্ট কাট ।
- Ctrl +N কি প্রেস করলে, ফটোশপে নতুন ডকুমেন্ট ওপেন হবে ।
- Ctrl + O কি প্রেস করে ফটোশপে ছবি অ্যাড করে নিতে পারবেন ।
- Ctrl + W কি প্রেস করে ফটোশপে ক্যানভাস ক্লোজ করা যায় ।
- Alt + Ctrl + W কি প্রেস করে ফটোশপ থেকে সব ধরুনের ডকুমেন্ট বন্ধ করা যায় ।
- Ctrl + S কি প্রেস করে ফটোশপ ডকুমেন্ট সেভ করে রাখা যায় ।
- Shift + Ctrl + S কি চাপে ফটোশপ ডকুমেন্ট সেভ করা যায় নতুন নামে ।
- Alt + Shift+ Ctrl + S কি প্রেস ডকুমেন্ট ওয়েব পেজের জন্য সেভ করা যায় ।
- Ctrl + P কি প্রেস করে ডকুমেন্ট প্রিন্ট করা যায় ।
- Ctrl + Q কি প্রেস করে ফটোশপ প্রোগ্রাম ক্লোজ করা যায় ।
- Ctrl + Z কি প্রেস করে আন্ডু করা যায় , তবে সেটি এক ধাপ মাত্র । অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাওয়া যায় ।
- Alt + Ctrl + Z কি চাপলে ডকুমেন্টের আগের অবস্থায় যাওয়া যায় , একে একে আগের ধাপ গুলোতে ফেরা যায় ।
- Shift + Ctrl + F কি প্রেস করলে Fade অপশন প্রর্দশন হয় ।
- Ctrl + X কি প্রেস করে ইমেজের সিলেক্ট করা অংশ কাট করা যায় ।
- Ctrl + C কি প্রেস করে ডকুমেন্ট এর সিলেক্ট করা অংশ কপি করা যায় ।
- Ctrl + V দিয়ে ফটোশপে কাট বা কপি করা ডকুমেন্ট Paste হয় ।
- Shift + F5 প্রেস করে Fill অপশন সিলেক্ট করা যায় ।
- Alt + Shift+Ctrl + C প্রেস করে Content-Aware Scale ডকুমেন্ট সিলেকশন হয় ।
- Ctrl + T দিয়ে ডকুমেন্ট ফ্রি টার্ন্সফর্ম করা যায় ।
- Shift + Ctrl + K প্রেস করে কালার সেটিং অপশন ওপেন হয় ।
- Alt + Shift + Ctrl + K এক সাথে প্রেস করে কিবোর্ড শর্ট কাট উইন্ডো ওপেন হয় ।
- Alt + Shift + Ctrl + M কি দিয়ে মেনু ওপেন করা যায় ।
- Ctrl + L কি প্রেস করে Levels লেয়ার উইন্ডো ওপেন হয় ।
- Ctrl + M প্রেস করে Curves ওপেন করা যায় ।
- Ctrl + U কি প্রেস করে Hue/Saturation ওপেন করা যায় ।
- Ctrl + B প্রেস করে Color Balance উইন্ডো ওপেন হবে ।
- Alt + Shift + Ctrl + B কি প্রেস করে ইমেজ Black/ White করা অপশন ওপেন হয় ।
- Shift + Ctrl + L প্রেস করার পর Auto Tone অপশন অন হয় ।
- Alt + Shift + Ctrl + L প্রেস করলে Auto Contrast ওপেন হয় ।
- Shift + Ctrl + B প্রেস করলে Auto Color উইন্ডো ওপেন হয় ।
- Alt + Ctrl + I কি প্রেস করে Image Size উইন্ডো করা যায় ।
- Alt + Ctrl + C কি প্রেস Curves Size বক্স নির্বাচন করা যায় ।
- Ctrl + G প্রেস করে Group লেয়ার তৈরি করা যায় ।
- Shift + Ctrl + G প্রেস করে Group লেয়ার তৈরি করা অপশনটি মুছে দেওয়া যায় ।
- Ctrl + A কি প্রেস ডকুমেন্টের কোন একটি লেয়ার সম্পুর্ন ভাবে করা যায় ।
- Ctrl + D প্রেস করে ডকুমেন্ট এর সিলেক্ট করা অংশ Deselect করা যায় ।
- Shift + Ctrl + I প্রেস করে Inverse অপশন মাধ্যেমে ছবি সিলেকশন করা যায় ।
- Alt + Ctrl + A কি প্রেস করে All Layers নির্বাচন হবে ।
- Ctrl + + কি প্রেস করে ডকুমেন্ট Zoom In করা যায় ।
- Ctrl + – কি প্রেস করে ইমেজের Zoom Out করা যায় ।
- Ctrl + O কি প্রেস ইমেজ Fit On Screen হয় ।
- Ctrl + R কি প্রেস রুলার ওপেন হয় ।
- Alt + F9 কি প্রেস করে Actions অপশন বের হয় ।
- F5 প্রেস করে লেয়ার বক্সে ব্রাশ টুল নির্বাচন হয় ।