এম এস ওয়ার্ড ২০০৭ কোন ডকুমেন্ট পি ডি এফ এ সেইভ করতে চাইলে সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু আরবী সংখ্যাগুলো ইংরেজী হয়ে যায় এর সমাধান কি হতে পারে?
এর সঠিক কারন আমার জানা নেই । তবে হতে পারে পিডিএফ ফরম্যাট আরবী সংথ্যা গুলোকে রেন্ডার করতে পারছেনা । আমি Arabic Font নিয়ে কখন ও কাজ করিনি । তবে মাত্র উইকিপিয়া থেকে উইনিকোড এ লেখা Arabic Number গুলো নিয়ে Word ( Office 2016 ) এর মাধ্যমে পিডিএফ করলাম, সংখ্যাগুলো আরবী ই থাকছে ।
আপনি আরবী সংখ্যাগুলো ইউনিকোড এ নিয়ে ট্রায় করতে পারেন । সংখ্যাগুলোর উইকিপিয়া রেফারেন্স নিচে দিলাম
https://en.wikipedia.org/wiki/Arabic_numerals