লেজার প্রিন্টার কিভাবে কাজ করে

প্রশ্ন উত্তরCategory: ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্সলেজার প্রিন্টার কিভাবে কাজ করে
Hasan asked 6 years ago

লেজার প্রিন্টার কিভাবে কাজ করে জানাবে কি? 


1 Answers
Imran Hossain answered 6 years ago

লেজার প্রিন্টার বেশ জনপ্রিয় একটি প্রিন্টার । লেজার প্রিন্টার অফিস বা ব্যবসায় প্রতিষ্টানে প্রিন্ট করার জন্য বেশ ব্যবহৃত একটি ডিভাইস । ডকুমেন্ট প্রিন্ট করার সময় যখন কম্পিউটার থেকে লেজার প্রিন্টারে কিছু প্রিন্ট করার জন্য পাঠানো হয়, তখন প্রিন্টারের ভিতরে একটি চার্জ-হোল্ডিং ড্রাম এর সাহায্যে লেজার প্রিন্টারে, টোনার কার্টিজটি ইতিবাচকভাবে চার্জ করা শুরু করে, যদিও এই প্রক্রিয়াটি রিভার্সে কাজ করতে পারে । লেজার কিভাবে কাজ করে আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওতে দেখুন ।


Your Answer

11 + 4 =

error: Content is protected !!