কম্পিউটার কোডিং কি?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার কোডিং কি?
Acequr asked 7 years ago

কম্পিউটার কোডিং সম্পর্কে জানতে চাই


2 Answers
Imran Hossain answered 7 years ago

কম্পিউটার কোডিং কি

কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ নিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোজানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 বা 1 রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। ডেটা ডেটা ইনপুটের জন্য কোডিং এর দরকার হয়। প্রসেসিং করা হয়। এ পদ্ধতিতে কোডকে আবার বর্ণ, সংখ্যা বা চিহ্নে রূপান্তর করা হয়। ব্যবহার ভিত্তিতে কোডকে বিভিন্নভাবে ভাগ করা হয়। যেমনঃ


  • অকটাল কোড
  • হেক্সডেসিমেল কোড
  • আলফানিউমেরিক কোড
  • বিসিডি কোড
  • অ্যাসিক কোড
  • ইবিসিডিআইসি কোড
  • ইউনিককোড
  • মোর্স কোড
  • গ্রে কোড

Lubumbu Khaska answered 1 year ago

ula la la alala luiya


Your Answer

12 + 1 =

error: Content is protected !!