সিপ্যানেল ব্যান্ডউইথ – cPanel Bandwidth
আপনার সাইটে প্রতিদিন, মাস এবং বছরে কতগুলো ব্যান্ডউইথ ব্যবহার হয়েছে । তার হিসাব নিকাশ সব কিছু সিপ্যানেল ব্যান্ডউইথ থেকে দেখতে পারবেন । অর্থাৎ আপনার ওয়েব সাইট কেমন ব্যান্ডউইথ ব্যবহার করছে তার সম্পর্ণ ডিটেলস আপনি সিপ্যানেল ব্যান্ডউইথ থেকে জানতে পারবেন । চলুন নিচের অংশে দেখে নেই, সিপ্যানেল Bandwidth সম্পর্কে ।
সিপ্যানেলের আগের টিউটোরিয়ালগুলো দেখতে এখানে ক্লিক করুন । সিপ্যানেল টিউটোরিয়াল
সিপ্যানেল Bandwidth
সাইটে ব্যান্ডউইথ কি পরিমাণ ইউজ হচ্ছে, সেটি জানার জন্য আপনি আপনার cPanel এ লগইন করুন । সিপ্যানেলে লগইন করার পর Scroll করে নিচের দিকে এসে, METRICS ক্যাটাগরি থেকে Bandwidth লেখা অপশনে ক্লিক করুন । ঠিক নিচের ছবির মতো,
উপরের ছবিতে দেখুন । METRICS থেকে Bandwidth লেখাতে করলে নিচের ছবির মতো পেজ বের হবে ।
উপরের ছবিতে ভালো ভাবে দেখুন । আপনার সাইটের প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার হয়েছে । তার সম্পর্ণ তালিকা cPanel Bandwidth থেকে দেখে নিতে পারেন । উধারহণস্বরূপ,
উপরের ছবিতে দেখুন । সেখানে আমার ক্ষেত্রে t4bd.com, June 2017 থেকে ২০১৯ পর্যন্ত যে পরিমাণ ডাটা খরচ হয়েছে,তার লিস্ট উপরের ছবিতে দেখানো হয়েছে ।