সি প্যানেলে ডিস্ক ইউজেজ দেখার নিয়ম – cPanel Disk

cPanel এর ডিস্ক ইউজেজ অপশনটি আসলে আপনার সিপ্যানেলের ডিস্ক এর কোন ফোল্ডার কি পরিমান স্পেস নিয়ে আছে সেটা দেখায় । যা থেকে আপনি সহজেই ধারনা নিতে পারেন আপনার সিপ্যানেলের কোন ড্রাইভ এর কি অবস্থা । এটি সিপ্যানেলের Files ট্যাব এ থাকে । চলুন দেখে নেয়া যাক আরও একটু বিস্তারিত আকারে …


সি প্যানেলে ডিস্ক ইউজ (cPanel Disk Usage )

Disk Usage এর ডিটিলেস জানার জন্য cPanel এ লগইন করুন ।

Click to Disk Usage

Click to Disk Usage

লগইন করার পর উপরের ছবির লাল দাগ করা Disk Usage লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের ছবির মতো পেজ ওপেন হবে ।

Location Disk

Location Disk

উপরের ছবিতে দেখুন । সেখানে ডিস্ক ইউজের বিভিন্ন লোকেশন দেখা যাচ্ছে । অর্থাৎ আপনি কোন কোন ফাইলের জন্য কত MB ব্যবহার করেছেন তার লিস্ট । উপরের পেজের আর একটু খানি Scroll করে আসলে নিচের ছবির মতো উইন্ডো দেখা যাবে ।

Disk Usage Directory

Disk Usage Directory

উপরের ছবিতে দেখুন । Sort directories by লেখার ডান পাশে Name এবং Disk Usage লেখা আছে । আপনার সি প্যানেলের মধ্যে কোন কোন ফোল্ডার আছে, তা Name লেখাতে ক্লিক করে দেখে নিতে পারেন । আবার Disk Usage লেখাতে ক্লিক করার পর প্রতেক ফোল্ডারের জন্য কত MB করে ব্যবহার হয়েছে তাও দেখা যাবে ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!