সিপ্যানেলে আইপি ব্লক কিভাবে করবো – cPanel IP Block
আপনার ওয়েব সাইট থেকে আপনি নির্দিষ্ট কিছু আইপি ব্লক করতে চান, যাতে করে ওই আইপি ব্যবহার করে আপনার সাইটে ভিজিট করতে না পরে । অন্য কেউ যাতে করে সাইটকে হ্যাক করতে না পারে সেই হ্যাক থেকে সাইটকে সরক্ষিত করার জন্য IP Address Block করার প্রয়োজন পড়ে কারন কিছু লিসটেট আইপি আছে যেগুলো থেকে প্রতিনিয়ত সাইট হ্যাকিং এর চেস্টা করা হয় । চলুন তাহলে নিচের অংশে দেখে নেই কিভাবে সিপ্যানেলে আইপি ব্লক করতে হয় ।
আমরা আগের অংশে আলোচনা করেছি , ডেটাবেস কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে সি প্যানেলে লগইন করতে হয় । আজকে তারই ধারাবাহিকতায় আমরা নিচের অংশে শিখবো, কিভাবে আইপি এড্রেস ব্লক করতে হয় cPanel থেকে । চলুন দেখে নেই স্টেপ বাই স্টেপ ।
সিপ্যানেলে আইপি ব্লক (IP Address Block):
বিভিন্ন কারণ বসত সি প্যানেল থেকে আইপি এড্রেস ব্লক করা হয়ে থাকে । আইপি এড্রেস ব্লক করার জন্য প্রথমে আপনি cPanel এ লগইন করুন । সিপ্যানেলে লগইন করে নিচের লাল দাগ করা IP Blocker লেখাতে ক্লিক করুন ।
অর্থাৎ SECURITY গ্রুপ থেকে IP Blocker লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টেপ । সেখানে নিচের ছবির মতো পেজ দেখা যাবে ।
এবার উপরের ছবির IP Address or Domain লেখাতে আইপি এড্রেস বসে দিন । আপনি যে আইপি এড্রেস ব্লক করতে চান সেই আইপি এড্রেস বসান । আইপি এড্রেস বসানোর পর উপরের ছবির নীল কালার করা Add লেখা বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টেপে । অর্থাৎ আপনার আইপি এড্রেস ব্লক হয়ে গেছে ।
ব্লক আইপি এড্রেস আনব্লক করার জন্য IP Blocker অপশন থেকে নিচের দিকে গেলে দেখা যাবে । আপনি কোন কোন আইপি এড্রেস ব্লক করেছেন, সেই আইপি এড্রেস গুলো । ঠিক নিচের ছবির মতো ।
উপরের ছবিতে দেখুন । সেখানে Server Setting লেখার নিচের দিকে আইপি এড্রেস দেখা যাবে । সেই আইপি এড্রেসকে আনব্লক করার জন্য উপরের ছবির ডান পাশে Actions লেখার নিচের দিকে Delete লেখা আছে, সেটিতে ক্লিক করুন । আপনার ব্লক আইপি আনব্লক হয়ে যাবে ।