সি প্যানেল সফটাকুলাস অ্যাপ ইন্সটলার

আমরা ওয়েবে অনেক ধরনের সফ্টওয়ার বা সিএমএস ( cms = content management system ) ব্যবহার করি আমাদের ওয়েব সাইটের ফাংশনালিটি বাড়ানোর জন্য । যেনম ধরুন আমাদের ওয়েব সাইট টি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি যা একটি সিএমএস । আবার অনেকেই OpenCart, Magento কিংবা অন্য ওয়েব অ্যাপ ব্যবহা করে । তো সেগুলো মেনুয়ালি ইন্সটল করা বেশ কষ্টকর ও সময় সাপেক্ষ । ডাটাবেজ আলাদা করে তৈরি করা , আবার সেটাপ ফাইল গুলো এক এক করে সার্ভারে আপ করা । তো এর সমস্যার সমাধান হিসেবে সিপ্যানেল সফ্টাকুলার অ্যাপ ইন্সটলার ব্যবহার করা যেতে পারে যা খুব সহজে্র ইন্সটল করে দেবে ।


পূর্বের টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি, সিপ্যানেলের বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে । সিপ্যানেলের আগের টিউটোরিয়ালগুলো দেখতে এখানে ক্লিক করুন, সিপ্যানেল টিউটোরিয়াল

সি প্যানেল সফটাকুলাস অ্যাপ ইন্সটলার

Softaculous Apps Installer থেকে সফটওয়্যার ব্যবহার করবার জন্য আপনি আপনার সিপ্যানেল লগইন করুন । লগইন করবার পর Software ক্যাটাগরি থেকে Softaculous Apps Installer লেখাতে ক্লিক করুন । ঠিক নিচের ছবির মতো ।

Softaculous Apps Installer

Softaculous Apps Installer অপশনে ক্লিক করার পর নিচের ছবির মতো অপশন বের হবে ।

Installer Software

উপরের ছবিতে দেখুন । সেখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার দেখা যাচ্ছে । এবার আপনি আপনার সাইটের জন্য জন্য কোন ধরনের সফটওয়্যার ইন্সটল করে নিবেন । তা cPanel Softaculous Apps Installer অপশন থেকে সফটওয়্যার ইন্সটল করে নিতে পারেন । ওয়ার্ডপ্রেস কিভাবে Softaculous Apps Installer থেকে ইন্সটল করতে হয় তা দেখতে এখানে ক্লিক করুন, ওয়ার্ডপ্রেস ইন্সটল

আবার উপরের ছবির ডান পাশের কালো কালার অপশন থেকে আপনি আপনার প্রয়োজন মতো সফটওয়্যার ইন্সটল করে নিতে পারেন ।

Others Software Installer

উপরের ছবিতে ভালো ভাবে দেখুন । উপরের ছবির ডান পাশে লক্ষ করুন, সেখানে Blog, Portals/SMS, Forums , Image Galleries, Project Management এবং E-Commerce সহ বেশ কিছু সাইটের জন্য সফটওয়্যার ইন্সটল করে নিতে পারেন খুব সহজে ।

সফটাকুলাস দিয়ে ওয়েব সফটওয়ার ইনস্টল দেয়া

আমরা জানলাম যে সফটাকুলার দিয়ে ওয়েব অ্যাপ ইনস্টল করা যায় সহজে্ই । কিন্তু কিভাবে ? সেটাও দেখা দরকার । তো বহুল পরিচিত ওয়ার্ডপ্রেস ইন্সটল এর উপরে আমাদের একটি আলাদা টিউটোরিয়াল আছেই । সেটি দেখেও পুরা ধারনা পাবেন আপনারা যে কিভাবে সফটাকুলাস দিয়ে ওয়েব সফটওয়ার ইনস্টল করা যায় । তো দেখে নিন কিভাবে সফটাকুলাস দিয়ে সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইন্সটল দেয়া যায় ।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!