cPanel কি কিভাবে cPanel এ লগইন করে
cPanel কি?
cPanel শব্দটি এসেছে Control Panel থেকে এবং এটি একটি Web Based Application যেটা ব্যবহার করা হয় ওয়েব হোস্টিং কন্ট্রল বা ম্যানেজ করা । এটি একটি পেইড এপ্লিকেশন এবং অধিকাংশ হোস্টিং কম্পানিই এটি ব্যবহার করে থাকে। এখানে প্রবেশ করবার জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড লাগে যা হোস্টিং কেনার সময় হোস্টিং প্রোভাইডার দিয়ে থাকে । সিপ্যানেল যুক্ত কোন ওয়েবের সিপেনেলে লগইন করলে নিচের মতো দেখায় ।
সিপ্যানেল টিউটোরিয়াল – কিভাবে cPanel এ লগইন করে – ভিডিও টিউটোরিয়াল
[arve url=”https://youtu.be/1smqGIFvzNA” title=”সিপ্যানেল টিউটোরিয়াল – কিভাবে cPanel এ লগইন করে – ভিডিও টিউটোরিয়াল” /]
নিচে টেস্টট বেজড টিউটোরিয়াল ও দেয়া হলো
কিভাবে cPanel এ লগইন করে?
তো এবার চলুন আলোচনা করা যাক কিভাবে cPanel login করা যায় । ওয়েবসাইটের সিপ্যানেলে প্রোবেশ করবার জন্য ডোমেইন নেমের শেষে /cpanel এড করে ইন্টার চাপলেই চলে আসবে নিচের মতো লগইন পেজ । যেমন ধরুন আমরা greenitcare.com এর সিপ্যেনেলে ঢুকতে চাচ্ছি । তাহলে আমরা ওয়েব ব্রাউজারের এড্রেস বারে লিখবো http://greenitcare.com/cpanel এবং ইন্টার চাপবো । একটু পর পেয়ে যাবো নিচের মতো লগইন পেজ।
এবার আপনার হোস্টিং কেনার সময় দেয়া ইউজার নেইম আর পাসওয়ার্ড জায়গা মতো বসিয়ে Log in এ চাপুন । সবকিছু ঠিক থাকলে আপনি লগইন করতে পারবেন এবং যে পেজটি আসবে সেটি দেখতে অনেকটা প্রথম ইমেজের মতো । আপনি যখন হোস্টিং নিয়েছিলেন, আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে নিচের মতো কিছু পাঠিয়ে দিতে পারে ।
+===================================+ | New Account Info | +============================= ======+ | Domain: domainname.com | Ip: 68.70.155.87 (n) | HasCgi: y | UserName: hostinguser | PassWord: y22u*&X2s; | CpanelMod: paper_lantern | HomeRoot: /home | Quota: 500 MB | NameServer1: ns1.owhost.info | NameServer2: ns2.owhost.info | NameServer3: | NameServer4: | Contact Email: [email protected] | Package: owhost_500 PACK | Feature List: default | Language: en +============================= ======+ ...Done
উপরের দেয়া অংশে ৩টি অংশ বোল্ড করা আছে, Domain, UserName and Password. তাহলে উপরের দেয়া তথ্য গুলোর জন্য সিপ্যানেলে প্রবেশ করার জন্য এড্রেস হবে
http://domainname.com/cpanel
এবং এর পর যে লগইন পেজ আসবে সেটিতে ইউজার নেম ও পাসওয়ার্ড বসিয়ে লগইন করতে হবে । সিপ্যানেলে লগইন করবার পর অনেক গুলো অপশন পাবেন যেগুলো নিয়ে ধাপে ধাপে পরবর্তি পোষ্ট গুলো তে আলোচনা করবো । প্রথমেই আলোচনা করবো সিপ্যানেলের ফাইল ম্যানেজার নিয়ে ।
Note: সব ওয়েব সাইটের ই সিপ্যানেল থাকেনা । যেমন আমাদের কিভাবে.কম এর সিপ্যানেল নেই । আসলে অধিকাংশ ভিপিএস হোস্টিং গুলোতে সিপ্যানেল থাকেনা, তবে শেয়ার্ড গুলোতে থাকবার সম্ভাবনা অনেক বেশি।
পরবর্তি অংশে থাকছে কিভাবে cPanel File Manager এ কাজ করে।