Firefox ব্রাউজারে History ডিলিট করার উপায়
আমরা প্রতিনিয়ত ব্রাউজারে বিভিন্ন ধরনের ওয়েব সাইট, মুভি, ইমেজ কিংবা আর্টিকেল ভিজিট করে থাকি। আর ব্রাউজার তার একটি ঘটনা বিবরন (History) তৈরি করে। আবার পরবর্তীতে ব্রাউজারে নতুন করে কিছু সার্চ করতে গেলে সেই History বা ইতিহাস নিচের দিকে প্রর্দশন করে থাকে। কিংবা দেখে নেয়া যায় আপনি বা আপনার ব্রাউজার দিয়ে কোন কোন ওয়েব পেজ ভিজিট করা হয়েছে। তো চলুন আজকের আলোচনায় দেখে নেই, কিভাবে Firefox ব্রাউজারে History ডিলিট করা যায়।
Firefox এ History ডিলিট করার নিয়ম
Firefox এ History Delete করবার জন্য প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে Firefox ব্রাউজার ওপেন করুন।
উপরের ছবিটিতে দেখুন। ফায়ার ফক্স ব্রাউজার ওপেন করার পর উপরের ছবিটির ডান পাশে লাল মার্ক করা চারটি আইকন (Library Icon) দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে বেশ কিছু অপশন দেখা যাবে। এবার সেখান থেকে History লেখা অপশনে ক্লিক করুন। History তে ক্লিক করার পর নিচের ছবিটির মতো পেজ দেখা যাবে। ফায়ার ফক্স ব্রাউজার ভার্সন ভেদে আলাদা অপশন আসতে পারে।
এরপর উপরের ছবিটির নিচের লাল মার্ক করা অংশে Recent History নিচের দিকে বেশ কিছু History দেখা যাচ্ছে, আপনি চাইলে এখান থেকেও এক এক করে ব্রাউজার History ডিলেট করতে পাবেন কিংবা উপরের ছবিটির উপরের লাল মার্ক করা অপশনের নিচের Clear Recent History লেখা অপশন আছে, সেখানে ক্লিক করে Firefox ব্রাউজারের History ডিলিট করতে পারেন।
Old History Delete
অথবা আপনি যদি এক সপ্তাহ আগের কিংবা এক মাস আগের Firefox history ডিলিট করতে চান। সেক্ষেত্রে উপরের ছবিটির উপরের লাল মার্ক করা View History Sidebar লেখা অপশন ক্লিক করুন। View History Sidebar এ ক্লিক করলে আপনার ফায়ার ফক্স ব্রাউজারে বাম পাশে নতুন একটি ট্যাব ওপেন হবে। যা দেখতে নিচের ছবিটির মতো।
উপরের ছবিটিতে দেখুন। উপরের ছবিটির বাম পাশে লাল মার্ক করা চারটি অপশন দেখা যাচ্ছে।এবার সেখান থেকে ক্লিক করে আপনি আজকে হিস্ট্রি, আগের দিনের হিস্ট্রি, সাত দিনে আগের হিস্ট্রি কিংবা গত মাসের ব্রাউজার হিস্ট্রি ডিলিট করতে পারেন।
Android Firefox এ History ডিলিট করার নিয়ম
এন্ডয়েড ফোন এ ফায়ারফক্স ব্যবহার করলে তার ও হিস্টিরি ডিলিট করতে পারেন আপনি চাইলে । আর তার জন্য যা করতে হবে তা হল প্রথমে এন্ডয়েড ফায়ারফক্স ওপেন করুন । এবার ডান পাশে উপরের তিন ডটের যে মেনু আছে, সেটি তে ক্লিক করুন ।
এর পর History তে ক্লিক করে Clear Browser History তে ক্লিক করুন । সব History ডিলিট হয়ে যাবে ।