মাইক্রোসফট ওয়ার্ড ২০১৩ তে ফাইল সেভ করার নিয়ম

মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত আলোচনায় ইতি পূর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ এ ফাইল সেভ করার নিয়ম সম্পর্কে জেনেছি। আজ আমরা জানবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ২০১৩ তে কিভাবে ফাইল সেব করতে হয়। ফাইল সেভ করার প্রয়োজনীয়তা সম্পর্কে হয়তো নতুন করে বলার কিছু নেই, কারন এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তাহলে চলুন এর দেরি না করে জেনে নেয়া জাক মাইক্রোসফট ওয়ার্ড ২০১৩ তে ফাইল সেভ করার নিয়ম সম্পর্কে।


ধরুন আপনি একটি ফাইল বা কোন ডকুমেন্ট অফিস ২০১৩ এ সেভ করতে চান, সে ক্ষেত্রে রিবনের File অপশনের ক্লিক করুন অথবা শর্টকাট কী Ctrl + S প্রেস করতে পারেন।

 

How to File Save in MS 2013

How to File Save in MS 2013

উপরের চিত্রে লক্ষ্য করুন, ফাইল সেভ করার অপশন চিহ্নিত করা হয়েছে।

এবার এই File অপশনে ক্লিক করার পর দেখবেন একটি নতুন অপশন মেনু আসবে, এবার সেখানে Save as এ ক্লিক করুন। তাহলে ফাইল সেভ করার অপশন গুলো চলে আসবে।

 

After Click the File Option then Select Location for File Save

After Click the File Option then Select Location for File Save

উপরের চিত্রে দেখুন, File অপশনে ক্লিক করার পর নতুন অপশন মেনু এসেছে এবং সেখানে Save as এ ক্লিক করার কারনে আপনার ফাইল সেভ করার বিভিন্ন লোকেশন দেখা যাচ্ছে।

এখন আপনি Computer অপশনে ডাবল ক্লিক একটি অপশন ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সে File name এর ঘরে ফাইলটির নাম দিন এবং Save অপশনে ক্লিক করুন, তাহলে আপনার ফাইলটি সেই নামে সেভ হয়ে যাবে।

 

After Select File Save Location

After Select File Save Location

 

উপরের চিত্রে লক্ষ্য করুন, লোকেশন সিলেক্ট করে তাতে ক্লিক করার পর এই ডায়ালগ বক্সটিতে ফাইলের নাম ব্যবহার করতে হবে।

এছাড়াও আপনি সরাসরি Desktop অথবা যেকোন লোকেশনে ফাইল সেভ করার জন্য Save as অপশন মেনুতে লক্ষ্য করলে দেখবেন সেখানে বিভিন্ন লোকেশন দেখা যাবে। আপনার পছন্দ মতো লোকেশনের উপরে ডাবল ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে, ডায়ালগ বক্সে File name এর ঘরে ফাইলের নাম ব্যবহার করে Save অপশনে ক্লিক করুন। তাহলে আপনার নির্ধারিত লোকেশন অনুযায়ী ফাইলটি সেই নামে সেভ হয়ে যাবে।

 

এই ছিল আমাদের অফিস ২০১৩ তে ফাইল সেভ করার নিয়ম সম্পর্কে আলোচনা। যারা অফিস ২০১৩ প্রোগ্রামটি নতুন ব্যবহার করছেন আশা  করি তাদের জন্য আমাদের এই আজকের আলোচনার মাধ্যমে উপকৃত হবেন। যদি আমাদের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং কমেন্ট করে জানান আপনার মন্তব্য। আমরা চেষ্টা করবো আপনাদের চাহিদা মতো তথ্য আমাদের এই সাইডে দেয়ার জন্য। ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ…

You may also like...

2 Responses

  1. ইব্রাহীম says:

    পিসি তে ফাইল সেভ করার সময় ফাইলের নাম বাংলায় লিখতে চাইলে বাংলায় লিখা যায় না
    এর সমাধান কি? জানতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!