Messenger এ একাধিক ফেসবুক আইডি লগইন করার নিয়ম
কারো কারো হয়তো একাধিক ফেসবুক আইডি থাকতে পারে । তো সবগুলোর জন্য আলাদা আলাদা ফেসবুক ম্যাসেন্জার ব্যবহার করাটাও ! 😀 , আজ আমরা নিয়ে এসেছি কিভাবে Messenger এ একাধিক ফেসবুক আইডি লগইন করতে পারবেন । না, না, একটা লগ আউট করে আর একটা নয় 🙂 একসাথেই ব্যবহার করবেন একাধিক ফেসবুক আইডি আপনার ফেসবুক ম্যাসেন্জার এ । চলুন দেখে নেয়া যাক ফেসবুক ম্যাসেন্জারে একাধিক আইড লগইন করার নিয়ম ।
প্রয়োজনে দেখে নিতে পারেন কিভাবে Facebook Messenger Logout করতে হয় ।
মেসেঞ্জারে একের অধিক আইডি ব্যবহার নিয়ম
মেসেঞ্জারে এক সাথে দুই অথবা তিনটি আইডি যোগ করবার জন্য প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে facebook messenger এ প্রবেশ করুন। মেসেঞ্জার এ প্রবেশ করার পর নিচের ছবিটির মতো পেজ চলে আসবে।
উপরের ছবিটির দেখুন। আপনার ক্ষেত্রে অন্যও আসতে পারে। messenger এ প্রবেশ করার পর উপরের ছবিটির উপরের দিকে লাল মার্ক করা আইকন কিংবাআপনার ছবি থাকবে। এবার সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো অপশন দেখা যাবে।
এরপর সেই অপশন গুলো থেকে নিচের দিকে Scroll করে আসলে, উপরের ছবিটির লাল মার্ক করা অংশের মতো Switch Account লেখা অপশন দেখা যাবে, সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টেপে।
সেখানে উপরের ছবিটির মতো লাল মার্ক করা প্লাস আইকন দেখা যাবে, সেখানে ক্লিক করুন। plus আইকন এ ক্লিক করলে নিচের ছবিটির মতো ট্যাব ওপেন হবে।
উপরের ছবিটির ভালো ভাবে দেখুন। উপরের ছবিটির উপরের দিকে লাল মার্ক করা Email or phone number লেখা আছে, সেখানে আপনি যে ফেসবুক আইডি অ্যাড করবেন, সেই অ্যাকাউন্টে email অথবা phone নাম্বার বসিয়ে দিন। এর পরের ঘরে ফেসবুক আইডি পাসওয়ার্ড বসিয়ে দিন। Password বসানোর পর উপরের ছবিটির নিচের লাল মার্ক করা ADD লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট মেসেঞ্জার এ যোগ হয়ে যাবে। সাধারণত উপরের নিয়মে মেসেঞ্জারে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট না করেও অন্য ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে নিতে পারেন।