Photoshop Stroke অপশনের ব্যবহার – Photoshop 60

ইংলিশ কিংবা বাংলা লেখাকে সুন্দর ভাবে প্রকাশ করার জন্য Stroke অপশনের ব্যবহারের বিকল্প নেই। যেমন আপনি ফটোশপে হরাইজান্টাল টাইপ টুল ব্যবহার করে কিছু লিখলেন । এখন আপনি সেই লেখাগুলোকে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে আকর্যনীয় ভাবে ফুটে তুলবেন, সেক্ষেত্রে ফটোশপ থেকে Stroke অপশন ব্যবহার করে লেখা আকর্যনীয় করে তুলা যায় । চলুন তাহলে নিচের অংশে Stroke টুল ব্যবহার দেখে নেই ।


নিচের দিকে পাবেন কিভাবে নিচের ছবির মতো করে Stroke ও সেডো দেয়া যায়

Photoshop Stroke

Photoshop Stroke

Photoshop Stroke এর ব্যবহারঃ

স্ট্রোক অপশন ব্যবহার করার জন্য আপনি আপনার ডিভাইস থেকে ফটোশপ প্রোগ্রাম ওপেন করুন । ফটোশপ প্রোগ্রাম ওপেন করে ফটোশপে নতুন একটি ক্যানভাস তৈরি করে নিন ।

ক্যানভাস তৈরি করে নেবার পর ডকুমেন্টের উপর লেখা লেখি টুল ব্যবহার করে কিছু একটা লেখুন । ঠিক নিচের ছবির মতো করে । আপনার ক্ষেত্রে অন্যও হতে পারে ।

lekha lekhi

lekha lekhi

উপরের ছবিতে দেখুন। উপরের লেখাগুলো দেখতে তেমন একটি আকর্ষনীয় না । এখন আপনি চাচ্ছেন, উপরের লেখাগুলোকে যদি খুব সুন্দর করে ফুটে তুলা যেত, তাহলে মনে হয় লেখাকে দেখতে ভালোই লাগতো । চলুন তাহলে নিচের অংশে ধাপে ধাপে লেখা সুন্দর ফুটে তুলি Stroke অপশন ব্যবহার করে ।

সেটি করবার জন্য ফটোশপ এর ডান পাশে নতুন লেয়ার উপর মাউস পয়েন্টার সাহায্যে ডাব্ল ক্লিক করুন । যেমন,

Click Layer

Click Layer

উপরের ছবি নীল কালার করা Layer উপর মাউস দিয়ে ডাব্ল ক্লিক করলে নিচের ছবির মতো উইন্ডো বের হবে । আপনার ক্ষেত্রে লেয়ারের অন্য নামও হতে পারে ।

Select Stroke Option

Select Stroke Option

এবার সেখান Stroke লেখা অপশন নির্বাচন করুন । নির্বাচন করার পর উপরের ছবির ডান পাশের মতো অপশন বের হবে । এরপর উপরের মেনুগুলো ব্যবহার করে আমরা একটু  আগে যে লেখাগুলো লেখলাম সে গুলোতে কালার ব্যবহার করবো ।

সেটি করার জন্য উপরের ছবির লাল মার্ক করা অংশের মধ্যে আছে  ,

Size : এই অংশে সাইজ কম বেশি করলে, কালারের পরিমান কম বেশি হবে । আমার ক্ষেত্রে 1PX ব্যবহার করেছি ।

Position : কালার লেখার কোন পাশে ব্যবহার করবেন, Outside, Center না Inside এ । সেটি সেখান থেকে সিলেকশন করে নিন ।

Blend Mode : এই অংশে কালার মুড কেমন করবেন, সেটি নির্বাচন করে নিন । যেমন, Normal, Soft Light, Overlay অপশন সিলেক্ট করে কালার করতে পারেন ।

Opacity : কালার লেখাতে গাড় বা হালাকা কালার দিবেন । সেটি অপাসিটি থেকে ঠিক করুন ।

Fill Type :  লেখাতে Color, Pattern না Gradient রং ব্যবহার করবেন , তা নির্বাচন করে নিন ।

Color : এই অংশে লেখাতে কি ধরনের কালার ব্যবহার করবেন, তা নির্বাচন করে নিন । আপনি আপনার পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন ।

উপরের সব কিছু ঠিক ঠাক করে নেবার পর OK লেখা বাটনে ক্লিক করুন । দেখাবেন নিচের ছবির মতো দেখা যাবে ।

Color

Color

উপরের ছবিতে দেখুন । উপরের ছবির চার পাশের কালার তৈরি হয়েছে । আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে নিতে পারেন ।

Photoshop Stroke দিয়ে টেক্সট ইস্টাইলিং

এবার আমরা নিচের ছবির মতো কিছু করবো 🙂

Photoshop Stroke

Photoshop Stroke

আমরা এখানে স্ট্রোক ও সেডো ব্যবহার করেছি । তো শুরুতেই একটি সাদা ক্যানভাস নিনে নিন । এবার যে কোন টেক্সট লিখে নিন । আরমা দিয়েছি Photoshop Stroke, আপনি ছোট থাতের ও লিখতে পারেন কিংবা বড়ো হাতের ।  তো ছোট হাতের লিখা থাকরে সেটি আপনি ফটোশপেই বড়ো করে নিতে পারেন Charterer অপশন থেকে ।

Photoshop Character

Photoshop Character

দেখুন উপরের ( নিচ থেকে ৩য় ) যে T এর সিরিয়াল আছে, সেখানকার এক এক টির কার এক এক রকম । ফটোশপে লেখা হয়ে গেলে  গেলে এবার Windows থেকে Character এ ক্লিক করলে পেয়ে যাবেন উপরের মতো Character, সাধারনত ডান পাশে আসে ।

তো যাই হোক , প্রথমে লিখাতে সবুজ রং এর স্ট্রোক দিয়ে নিন, উপরে দেখানো হয়েছে । এর পর টেক্সট টির কালার সাদা করে নিন । দেখবেন যে লেখার চারধারে শুধু  Stroke ই দেখা যাচ্ছে, আর যেহেতু ব্যাকগ্রাউন্ড ও সাদা, তাই মনে হচ্ছে বর্ণগুলো ট্রান্সপারেনট । এবার আমরা একটু Inner Shadow যোগ করবো  🙂  ইনার সেডো যোগ করার পরো একটু অপাসিটি কমিয়ে বা বাড়িয়ে অ্যাডজান্ট করে নিন । পেয়ে যাবেন উপরের মতো টেক্সট 🙂

ভালো থাকবেন, আর সাথেই থাকবেন 🙂

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!