অ্যানড্রয়েড (ইংরেজি: Android) বা এন্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যেটি মোডিফাইড লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে গুগল এটির উন্নয়ন করছে । অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন হচ্ছে, ৯.০ ভার্সন । অর্থাৎ স্মার্ট ফোনের নবম সংস্করণ। অ্যান্ড্রয়েড সব শেষ ভার্সনের নাম হচ্ছে, অ্যান্ড্রয়েড ৯ পাই ( Android 9.0 Pie ) । তবে এইটি এখন সব মোবাইলের জন্য উন্মুক্ত হয়নি । অ্যান্ড্রয়েড ওআইডি পাই উন্মুক্ত হবার কথা আছে, ২১ ডিসেম্বর। বর্তমানে শুধু মাত্র গুগল ফোনের ক্ষেত্রে উম্নুক্ত আছে। গুগলের ফোন বাদে সনি, শাওমি, এইচএমডি গ্লোবাল, অপো, ভিভো,ওয়ান প্লাস মডেলের ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ৯ পাই এর আপডেট পাওয়া যাবে। আর যেসব ফোনে এখন আপডেট আসেনি সেগুলো অ্যান্ড্রয়েড ৯.০ পাই আগামী ২১ ডিসেম্বর এ আপডেট পাবার কথা আছে ।
3 Answers
Your Answer