একটা ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা যায়??

প্রশ্ন উত্তরCategory: সাধারণএকটা ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা যায়??
Anikul asked 7 years ago

এই বিষয়   এ জানতে চাই,,,


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

একটি ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে  BTRC (Bangladesh Telecommunication Regulatory Commission বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন ) এর মতে আপনি সর্বোচ্চ 15 টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন ।  বিষয় টি এমন না যে আপনি প্রতিটি অপারেটর এ 15 টি করে সিম রেজিস্ট্রেশন করতে পারবেন । সব গুরো অপারেটর এর সিম মিলে সর্বোচ্চ 15 টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন ।


অন্য ভাবে বলা যায় একজন মানুষ ( বাংলাদেশি মানুষ ) সর্বোচ্চ 15 টি সিম নিজের নামে নিতে পারবেন।  এবার, আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি যদি দেখতে চান, তাহলে আপনার ফোন থেকে ডায়াল করুন *16001# ডায়াল করুন । এর পর আপনার ফোন অপারেটর থেকে আপনার কাছে চাওয়া হবে যে আপনার  ন্যাশনাল আইডি কার্ড এর লাস্ট 4 ডিজিট । দিয়ে দিন এবং ফিরতি মেসেজে পেয়ে যাবেন কয়টি সিম ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন  করা আছে ।

নিচের ছবিটিতে আরো বিস্তারিত দেয়া আছে । দেখে নিতে পারেন ।

BTRC SIM RIM Registration

BTRC SIM RIM Registration

 

Your Answer

8 + 1 =

error: Content is protected !!