উবুন্টু কি? উবুন্টু ও লিনাক্স একই ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণউবুন্টু কি? উবুন্টু ও লিনাক্স একই ?
Masud asked 5 years ago

এর সম্পর্কে জানতে চাই 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

উবুন্টু কি?

উবুন্টু ( Ubuntu ) একটি ফ্রি এবং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যার কোন লিনাক্স ।  এটাকে ব্যবহার করার জন্য কিনতে হয়না । উবুনটু সম্পুর্ন ফ্রি এবং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হওয়ায় এখানে অনেকেই কাজ করে ।  উবুন্টু বেশি ব্যবহার হয়ে থাকে ক্লাউড কম্পিউটিং এর জন্য পাশাপাশি এর ডেক্সটপ ভার্সন ও বেশ জনপ্রিয় ।


Ubuntu Logo

Ubuntu Logo

উবুন্টু ও লিনাক্স একই ?

বলা যেতে পারে সব উবুনটু ই লিনাক্স কিন্তু সব লিনাক্স উবুনটু না । আসলে উবুনতু এর কার্নেল হচ্ছে লিনাক্স যেমন উইন্ডোজ এর কার্নেল হলো NT . তো্ এই লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে অনেক গুলো অপারেটিং সিস্টেম আছে, যেমন , রেড হ্যাট, সেন্ট ওএস সহ আরো বেশ কিছু ।

লিনাক্স কি ?

লিনাক্স ( Linux ) হচ্ছে সব চেয় জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ওপেন সোর্স অপারেটিং সিস্টেম । লিনাক্স Open Source  হওয়ায় এর উপর ভিত্তি করে আরো অনেক গুলো অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে ।  লিনাক্স  ১৯৯১ সালে তৈরি হয় যা তৈরি করেছিলেন Linus Torvalds যিনি সেসময় Helsinki University তে 3rd year এর ছাত্র ছিলেন ।  এটি Unix এর আদলে তৈরি হওয়ায় Linus Torvalds এর  Linu এবং unix এর x মিলে হয়েছে Linux.

 

Your Answer

0 + 5 =

error: Content is protected !!