কম্পিউটার এর 32 bit 64 bit এর মধ্যে পার্থক্য কি ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার এর 32 bit 64 bit এর মধ্যে পার্থক্য কি ?
Dollar asked 4 years ago

আমার কম্পিউটার 64 bit কিন্তু অনেক সফটওয়ার আছে যেগুলো ৩২ বিট এ ইন্সটল হয় । বিশেষ করে ফটোশপ নিয়ে কাজ করতে গেলে ৩২ বিট  ৬৪ বিট দেখায় । কিংবা উইন্ডোজ ইন্সটল দেবার সময় ও জানতে চায় ৩২ বিট নাকি ৬৪ বিট ইন্সটল দেবো । আসলে এদের মধ্যে পার্থক্য টা কি ?  কম্পিউটার এর 32 bit 64 bit এর মধ্যে পার্থক্য কি ?  


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

কম্পিউটার এর ৩২ বিট আর ৬৪ বিট হলো প্রসেসর এর কার্য ক্ষমতা এবং এর উপর নির্ভর করে তৈরি কার হয় সফটওয়ার গুলোও । অপারেটিং সিস্টেম ও একটা সফটওয়ার । আর আজকাল শুধু Personal Computer নয় বরং বেশিরভাগ SmartPhone  এ ও ব্যবহার হচ্ছে 64 bit CPU.


বিট হলো প্রসেসর এর ক্ষেত্রে তথ্য প্রসেস করার ক্যাপাসিটি ।  বিট (bit) এর ধারনা টা হচ্ছে এরকম

1  বিট = 21 = 2
2 বিট = 22 = 4
3 বিট = 23 = 8
…..
32 বিট = 232 = 4,294,967,296
…..
64 বিট = 264 = 18,446,744,073,709,551,616

দেখতেই পারছি ৩২ বিট এর থেকে ৬৪ বিট এর ক্যাপাসিটি অনেক বেশি । দেখে নেয়া যাক কম্পিউটার এর ৩২ বিট আর ৬৪ বিট এর মধ্যে পার্থক্য

৩২ বিট আর ৬৪ বিট এর মধ্যে পার্থক্য

  • একটি ৩২ বিট সিস্টেম 4GB RAM ব্যবহার করতে পারে এবং এর বেশি RAM যোগ করলে সেটি অব্যবহৃত ই থেকে যাবে । অন্যদিকে ৬৪ বিট সিস্টেম ব্যবহার করতে পারে 4GB RAM এর উপরে এখন পর্যন্ত যত বড় RAM আবিস্কার হয়েছে সবটুকুই । ২০১৮ সাল পর্যন্ত সেটা ছিলো সর্বচ্য 8TB RAM.
  • ৩২ বটি প্রসেসর এর Computer শুধু ৩২ বটি প্রসেসর  উপযোগী সফটওয়ার বা অ্যাপ ব্যবহার করতে পারে যেখানে 64 bit Computer ৩২ বটি প্রসেসর এবং ৬৪ বটি প্রসেসর উপযোগী সফটওয়ার বা অ্যাপ ব্যবহার করতে পারে ।
  • ১৯৯০ এর দশক এবং ২০০০ সাল এর আগের কম্পিউটার গুলো ৩২ বটি  এর । আর ৬৪ বিট প্রসেসর ২০০০ সালের আগে তৈরি হলেও Personal Computer গুলোতে ব্যবহার শুরু হয় ২০০০ এর পর থেকে ।
  • ভারি কাজ যেমন ভিডিও এডিটিং , গ্রাফিকস ডিজাইন কিংবা সফটওয়ার ডেবেলপমেন্ট এর কাজ গুলো 64 Bit CPU ছাড়া আজগের দিনে করাই যাবেনা বলা ভালো ।

 

Your Answer

18 + 19 =

error: Content is protected !!