কিওয়ার্ড (Keyword) কি? বর্ণনা কর।

প্রশ্ন উত্তরCategory: প্রোগ্রামিংকিওয়ার্ড (Keyword) কি? বর্ণনা কর।
Abdullah Al Faroque Staff asked 10 months ago


2 Answers
Abdullah Al Faroque Staff answered 10 months ago

কিওয়ার্ড (Keyword)

প্রত্যেক প্রোগ্রামিং ভাষার নিজস্ব কিছু সংখ্যক সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম তৈরি করার সময় ব্যবহার করা হয়। এই কিছু সংখ্যক সংরক্ষিত শব্দগুলোকেই কিওয়ার্ড বলা হয়। C প্রোগ্রামে ৩২টি সংরক্ষিত শব্দ আছে যা স্টেটমেন্ট নামে এগুলো পরিচিত।


এগুলোর প্রতিটির আলাদা আলাদা অর্থ আছে এবং এগুলোকে প্রোগ্রামে লেখার সময় ছোট হাতে অক্ষরে লিখতে হয়। নিম্নে C প্রোগ্রামে ব্যবহৃত কিওয়ার্ডগুলো দেখানো হয়েছেঃ

autodouble
breakelse
caseenum
charextern
constfloat
continuefor
defaultgoto
doif
intstruc
longswitch
registertypedel
returnunion
shortunsigned
singnedvoid
sizeofvolatile
staticwhile

Md Shariar Sarkar Staff answered 10 months ago

কিওয়ার্ড যে শুধু প্রোগ্রামিং এ আছে তা নয় । কি-ওয়ার্ড ব্লগার (Bloogers) বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর -রা ও ব্যবহার করে ।


কোন একটি নির্দিষ্ট টপিক কে অনলাইন প্লাটফর্ম এ Rank করার জন্য এক বা একাধিক ওয়ার্ড টার্গেট করা হয় এবং সে ওয়ার্ড গুলোকেও কিওয়ার্ড বলে ।

** আর প্রোগামিং এর ভাষায় যেগুলো কিওয়ার্ড সেগুলোকে রিজার্ভড ওয়ার্ড ( reserved word ) বলা হয় ।

Your Answer

15 + 18 =

error: Content is protected !!