গিজার কাকে বলে
Geyser শব্দ থেকে এসেছে গিজার । এর বাংলা প্রতিশব্দ হচ্ছে উষ্ণপ্রস্রবণ, যে উষ্ণপ্রসবণ থেকে মাঝে মাঝে জল বা বাষ্প স্তম্ভেউঠে আসে তাই গিজার ।
সাধারন ভাবে বলতে গেলে গিজার হচ্ছে পানি গরম করা হয় এমন একটি পাত্র যার ভিতর দিয়ে পানি প্রবাহিত ও হলে পারে । এটি সাধারনত গোসলখানা বা বাথরুম এ লাগানো থাকে এবং বিদ্যুৎ ও পানির লাইনের সাথে কানেক্ট করা থাকে । সুইচ টিপলে বিদ্যুতের সাথায্যে পানি গরম হয়ে থাকে এবং সেটি গোসল এ ব্যবহার করা হয় ।
পানির কেটলিকেও গিজারের উদাহরন হিসেবে ব্যবহার করা যেতে পারে । গিজার আসলে এমন কিছু যেখানে পানি গরম হয় এবং সেটি থেকে বাস্পও হয় । প্রকিতিতেও গিজার আছে, বিশেষ করে আগ্নেওগিরি গুলোতে …
আইসল্যান্ডীয় শব্দ (geyser) থেকে গিজার শব্দটির উৎপত্তি যার অর্থ গর্জন। সংকীর্ণ উপকূষ্ঠীয় উপপথে ভূঅভ্যন্তরে অত্যন্ত উষ্ণজল ও বাস্প নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ভাবে ফয়োরার মতো স্তম্ভাকারে প্রবল বেগে সশব্দে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হলে তাকে গিজার বলে