চিকেন নেক কোথায়?

প্রশ্ন উত্তরCategory: সাধারণচিকেন নেক কোথায়?
Hasan asked 4 years ago

চিকেন নেক কাকে বলে?  চিকেন নেক কোথায় ? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

একে একে জেনে নেয়া যাক চিকেন নেক কি কিংবা কাবে বলে চিকেন নেক এবং এটি কোথায়।


চিকেন নেক কাকে বলে?

চিকেন নেক আসলে ইংরেজী Chicken Neck কে বাংলায় লেখা যার অর্থ করলে দাড়ায় মুরগির গলা ।  তো মুরগির গলা কে রুপক অর্থে ব্যবহার করা হয় মানচিত্রের ক্ষেত্রে । কিছু কিছু দেশের মানচিত্রে মুবগির গলাম মতো কিছু সরু জায়গা বা করিডোর আছে, সেই অংশ বা জায়গাকে বলা হয় সেই দেশের চিকেন নেক ।

চিকেন নেক কোথায় ?

আমাদের পার্শবর্তি দেশ ভারতে আছে এমন ই একটি চিকেন নেক । এটির অবস্থান ভারতের ওয়েস্ট ব্যঙ্গল রাজ্যের শিলিগুড়ি তে এবং এটি আসলে শিলিগুড়ি করিডোর নামেই বেশি পরিচিত ।  তো এই কোরিডোর টিকে বলা হয় ভারতের চিকেন নেক

India Chicken neck

India Chicken neck

 

এটি বাংলাদেশের পঞ্চগড় উপজেলা ও নেপালের সাথে যুক্ত  যুক্ত হয়েছে যা উপরের চিত্রে দেখা যাচ্ছে ।

Your Answer

14 + 3 =

error: Content is protected !!