জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে

প্রশ্ন উত্তরCategory: সাধারণজেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে
Mukter asked 7 years ago

কেউ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সর্ম্পকে জানাবেন কি। আসলে আমি এই বিষয়ে জানতে খুব ইচ্ছুক। 


3 Answers
Imran Hossain answered 7 years ago

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে, কোন জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী DNA খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশল কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে জেনেটিক মডিফিকেশন (Genetic modification বা manipulation GM) বলা হয়।
সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনিক উদ্ভিত ও প্রানী সৃষ্টিতে কাজ করে থাকে। বিজ্ঞানিদের মতে সকল প্রানীর দেহ বিকাশের মুলে রয়েছে ডিএনএ জেনেটিক কোড। DNA  হলো জীবের ব্লপ্রিন্ট বা নীলনকশা।


Abdul Halim answered 2 years ago

জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় এক জীবের ডি এন এ বা জিন অন্য জীবের শরীরে প্রবেশ করানোর প্রক্রিয়াকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বলে। উদাহরণ হিসেবে বলা যায় আমরা যে দেশি গরুকে অন্যান্য বিদেশি গরুর বীজ দিয়ে থাকি এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং।


Abdul Halim answered 2 years ago

জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় এক জীবের ডি এন এ বা জিন অন্য জীবের শরীরে প্রবেশ করানোর প্রক্রিয়াকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বলে। উদাহরণ হিসেবে বলা যায় আমরা যে দেশি গরুকে অন্যান্য বিদেশি গরুর বীজ দিয়ে থাকি এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং।


Your Answer

0 + 12 =

error: Content is protected !!