বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর কিরুপ বিরুপ প্রভাব বিস্তার করে?

প্রশ্ন উত্তরCategory: সাধারণবায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর কিরুপ বিরুপ প্রভাব বিস্তার করে?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


2 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর প্রভাবঃ

  • বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ দূষণের কারণে মানুষের ফুসফুসে ক্যান্সার, শ্বাসকষ্টজনিত রোগ, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
  • পরিবেশের উপর বায়ু দূষণের বিরুপ প্রভাব রয়েছে। যেমন- জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়।
  • এ ধরনের ক্ষতিকর গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি এবং  এসিড বৃষ্টি হচ্ছে।
  • কলকারখানা ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার কারণেও এসিড বৃষ্টি হয়। এসিড বৃষ্টি হওয়ার কারণে জীবের ক্ষতি হতে পারে এমনকি জীবজন্তুও মারা যেতে পারে।


Md Shariar Sarkar Staff answered 1 year ago

বায়ু কে দূষণমুক্ত রাখার উপায়


বায়ুকে আমরা কীভাবে দূষণমুক্ত রাখতে পারি?

Your Answer

4 + 0 =

error: Content is protected !!