BackUp বলতে, মূল ডেটা থেকে এক বা একাধিক কপি করে রাখাকেই backup বলা হয়। যেমন, অনেক সময় আমাদের মোবাইলের মেমোরি কার্ড থেকে ছবি, গান কিংবা প্রয়োজনীয় ডকুমেন্ট ডিলিট হয়ে যায়। আর ডেটাগুলোকে অন্য কোন জায়গায় ব্যাকআপ রাখা হয় তাহলে ডেটা বা তথ্য গুলো পরবর্তীতে ব্যবহার করা যায়।
ব্যাকআপ কেন
সাধারণত কোন কিছু ব্যাকআপ রাখা থাকলে তা পরবর্তীতে খুব সহজ ভাবে ব্যবহার করা যায়। মূলত এই সব কারণে ব্যাকআপ করা হয়।
BackUp কি এবং কেন ব্যাকআপ রাখা হয়
3 Answers
Your Answer